Home /News /entertainment /
'দিশার মৃত্যুর পর সুশান্ত বলে, হার্ডডিস্ক থেকে সব ডিলিট করে দাও', দাবি সিদ্ধার্থ পিঠানির

'দিশার মৃত্যুর পর সুশান্ত বলে, হার্ডডিস্ক থেকে সব ডিলিট করে দাও', দাবি সিদ্ধার্থ পিঠানির

দিশাকে নিয়ে যা যা খবর হয়েছে সব কিছুর আপডেট চাইছিল সুশান্ত। দিশার মৃত্যুর পর থেকেই সুশান্তের গতিবিধি বদলে গিয়েছিল।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। এ কথা এখন সবার জানা। রিয়া চক্রবর্তীকে পর পর দু'দিন জেরা করে সিবিআই। সুশান্তের ম্যানেজার ও বন্ধু সিদ্ধার্ধ পিঠানিকেও জেরা করেছে সিবিআই। সিদ্ধার্থ পিঠানী সুশান্তের ভাল বন্ধু ছিলেন। সুশান্তের টাকা পয়সার হিসেব রাখতেন তিনি। এমনকি অনেক তথ্যও থাকত তাঁর কাছে।

জেরাতে সিদ্ধার্থ পিঠানি জানিয়েছে যে, সুশান্ত তাঁকে বলেছিল হার্ড ডিস্কের সব গান, ভিডিও ডিলিট করে দিতে। সুশান্তের কথাতেই সব ডিলিট করে সে। আরও জানায় সে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর পরই হার্ড ডিস্ক খালি করতে বলেন সুশান্ত। এমনকি দিশার মৃত্যু মানতে পারছিল না সুশান্ত। মিডিয়ায় দিশাকে অভিনেতার প্রাক্তন ম্যানেজার বলা হচ্ছিল, তাতে বিরক্ত ছিল সুশান্ত। দিশাকে নিয়ে যা যা খবর হয়েছে সব কিছুর আপডেট চাইছিল সুশান্ত। দিশার মৃত্যুর পর থেকেই সুশান্তের গতিবিধি বদলে গিয়েছিল। জেরায় এই কথা জানায় সিদ্ধার্থ পিঠানি। দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের কোনও যোগ সূত্র ছিল কিনা খতিয়ে দেখছে সিবিআই। সামনে আসতে পারে আরও বড় কোনও তথ্য।

Published by:Piya Banerjee
First published:

Tags: Sushant singh Rajput