• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘ইম্পোটেন্ট’ আয়ুষ্মান খুরানা !

‘ইম্পোটেন্ট’ আয়ুষ্মান খুরানা !

বীর্য বিক্রি করে সংসার পেতেছিলেন আয়ুষ্মান ৷ নাম নিয়েছিলেন ভিকি ডোনার ৷

বীর্য বিক্রি করে সংসার পেতেছিলেন আয়ুষ্মান ৷ নাম নিয়েছিলেন ভিকি ডোনার ৷

বীর্য বিক্রি করে সংসার পেতেছিলেন আয়ুষ্মান ৷ নাম নিয়েছিলেন ভিকি ডোনার ৷

 • Share this:

  #মুম্বই: বীর্য বিক্রি করে সংসার পেতেছিলেন আয়ুষ্মান ৷ নাম নিয়েছিলেন ভিকি ডোনার ৷ সেই ভিকি ডোনার বলিউডে আলাদা পরিচয় দিয়েছিল আয়ুষ্মান খুরানা ৷ এরপর একেবারে অন্যরকম গল্পে অভিনয় করে বার বার তাক লাগিয়েছেন আয়ুষ্মান ৷ যেমন ভূমি পডনেকরের সঙ্গে জুটি বেঁধে ‘দম লাগাকে হইস্যা’৷

  সেই জুটিই আবার ফিরতে চলেছে বলিউডে ৷ ছবির নাম ‘শুভ মঙ্গল সাবধান’ ৷ আর এই ছবিতেই এবার ইম্পোটেন্ট এক পুরুষের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে ৷ ছবিটি সুপারহিট তামিল ছবি ‘কল্যাণা সময়ল সাধম’ থেকে অনুপ্রাণিত ৷

  একটি দম্পতি, যাদের মধ্যে নেই কোনও দৈহিক সম্পর্ক, তবুও প্রেম রয়েছে ! এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ সম্প্রতি মুক্তি পেল ‘শউব মঙ্গলম সাবধান’-এর ফার্স্টলুক ৷ ছবিটি মুক্তি পাবে ১ সেপ্টেম্বর ৷

  First published: