#মুম্বই:বলিউডে এখন প্রায় যুদ্ধ পরিস্থিতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে আগুন জ্বলছে রীতিমতো। মৃত্যুর তদন্ত সিবিআই শুরু করার পর থেকেই নানা রকম তথ্য সামনে আসতে থাকে। উঠে আসে বলিউডের মাদকচক্রের কথাও। এই মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে বলি টাউনের অনেকেরই। গতকালই গ্রেফতার করা হয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। রিয়া নিয়মিত মাদক সেবন করতেন। এনসিবি হেফাজতে নেয় তাঁকে। মুম্বইয়ের বাইকুলা জেলে ১৪ রাখা হবে তাঁকে। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত ও শিবসেনার মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। ভেঙে ফেলা হয়েছে কঙ্গনার মুম্বইয়ের অফিস। এই সব কিছুর মধ্যে পড়ে বলিউডের শিল্প যেন কোথায় হারিয়ে যাচ্ছে।
সকলে ব্যস্ত লড়াই করতে। শিল্পের প্রতি মন নেই কারও। অভিনয়, গান ছেড়ে গোটা বলিউড যেন মেতে উঠেছে লড়াইতে। তবে এসবের থেকে শতহাত দূরে থাকেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া বলিউডের কোনও বিষয়েই মন্তব্য করেন না। তবে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানাতে তিনি ভোলেন না। ভোলেন না করোনা নিয়ে মানুষকে সচেতন করতে।
গোটা লকডাউন এবং করোনা পরিস্থিতিতে বাড়িতেই ছিলেন তিনি। আর বাড়িতে থেকেই গান গেয়েছেন তিনি। খালি গলায় বার বার তাঁকে গান গাইতে শোনা যায়। ফের একবার খালি গলায় গান গেয়ে ভাইরাল হলেন তিনি। শ্রেয়া গেয়েছেন , "তেরে নেয়না বড়ে হি কাতিল"। এই গানটি শ্রেয়ার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে তাঁর গান।