হোম /খবর /বিনোদন /
বিয়ে ভাঙল শ্রদ্ধা কাপুরের! বহু বছরের প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি?

Shraddha Kapoor : বিয়ে ভাঙল শ্রদ্ধা কাপুরের! বহু বছরের প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি?

বিয়ে ভাঙল শ্রদ্ধা কাপুরের! বহু বছরের প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি?

বিয়ে ভাঙল শ্রদ্ধা কাপুরের! বহু বছরের প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি?

Shraddha Kapoor: খুব শীঘ্রই শ্রদ্ধা ও রোহন গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, শেষ পর্যন্ত আর সম্পর্কের জল গড়াবে না।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: নিজের সম্পর্কের ব্যাপারে সব সময়েই মুখে কুলুপ এঁটেছিল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। কানাঘুষো শোনা যাচ্ছিল বি-টাউনেরই ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। কলেজের সময় থেকে দুজনের বন্ধুত্ব। খুব শীঘ্রই শ্রদ্ধা ও রোহন গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, শেষ পর্যন্ত আর সম্পর্কের জল গড়াবে না।

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্পর্কে ইতি টেনেছেন শ্রদ্ধা ও রোহন। আর তাই আপাতত বিয়ের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। কিছুদিন আগেই গোয়াতে রোহনের জন্মদিন ছিল। কিন্তু সেই পার্টিতে অনুপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর। এবছরের জানুয়ারি থেকেই নাকি দুজনের সম্পর্কে সমস্যা দেখা গিয়েছিল। অবশেষে ফেব্রুয়ারিতে তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তবে এই সম্পর্কের কথা তাঁরা আগেও কোনও দিন প্রকাশ্যে আনেননি। শ্রদ্ধার পরিবারের কেউও এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন।

আরও পড়ুন- সুশান্তের স্মৃতি এখন শুধুই অতীত! হট অবতারে পারদ চড়াচ্ছেন রিয়া চক্রবর্তী

রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা বলেছিলেন, "আমি যতদূর জানি, ওরা কলেজ থেকে খুব ভালো বন্ধু। এছাড়াও জুহুতে ওদের দুজনেরই অনেক বন্ধু আছে। ওরা দুজনেই ভালো কাজ করছে। ওরা পরিণত। তাই ওরা যা সিদ্ধান্ত নেবে ভেবেই নেবে। ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে আমি খুশিই হব। আমার অভিধানে আপত্তি শব্দটা নেই।"

শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) বাবা শক্তি কাপুর এই সম্পর্ক নিয়ে বলেছিলেন, "রোহন খুবই ভালো ছেলে। ও ছোট বেলা থেকে আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা এমন কিছু বলেনি যে ওদের বিয়ে করার পরিকল্পনা আছে। আমার কাছে ওরা ছোটবেলার বন্ধু। আমি জানি না ওরা নিজেদের ব্যপারে কী ভাবছে।"

কাজের দিক থেকে,লাভ রঞ্জন পরিচালিত ছবিতে অভিনয় করবেন শ্রদ্ধা (Shraddha Kapoor)। তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Shraddha Kapoor