#মুম্বই: বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সচেতনতা বাড়াতে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিশ্ব পরিবেশ দিবসে যে হারে পৃথিবীতে উষ্ণতা বাড়ছে তাতে প্রতিদিনই দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জল অপচয় না করা ৷ এই সমস্ত বার্তাই দিচ্ছেন বলিউড তারকারা তাঁদের ভক্তদের ৷ বিশ্ব পরিবেশ দিবসে শ্রদ্ধা কাপুর তাঁর ভক্তদের অনন্য বার্তা দিলেন, শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, বার্তা দিয়েছেন জল সঞ্চয়ের কোনও ভাবেই কেউ যেন জল না অপচয় করেন ৷ তিনি ইনস্টাগ্রামে তিনটি ছবির কোলাজ শেয়ার করেছেন ৷
View this post on Instagram
যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি তামার বোতলে জল রাখা হয়েছে, বালতি ও মগ রাখা হয়েছে কেননা বাথটব বা শাওয়ারে স্নান করলে জল বেশি পরিমাণে অপচয় হয়ে থাকে যতখানি জল প্রয়োজন ঠিক ততখানি জল ব্যবহার করা উচিৎ ৷ একই সঙ্গে একটি ব্রাশের ছবি দেওয়া হয়েছে যেখানে ব্রাশে প্লাসটিকের জায়গায় কাঠ ব্যবহৃত হয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য ৷ কেননা অযথা প্লাস্টিক ব্যবহারে পরিবেশ নোংরা হচ্ছে ৷
বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে অনুষ্কা পরিবেশ পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে ভারসাম্য বজায় রাখার আবেদনও জানিয়েছেন ৷
অজয় দেবগন বিশ্ব পরিবেশ দিবসে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যেখানে সুইমিং পুলে দেখা গিয়েছে ৷ ছবি শেয়ার করে অজয় লিখেছেন 'প্রকৃতিকে সংরক্ষণ করুন, আপনার ও আমার মত ধরিত্রীমাও অত্যন্ত সংবেদনশীল ৷'
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Anushka Sharma, Shraddha Kapoor