corona virus btn
corona virus btn
Loading

ক্লিক করলেই ‘সব ভূতুড়ে’, এবার ভয় দেখাবেন বিরশা !

ক্লিক করলেই ‘সব ভূতুড়ে’, এবার ভয় দেখাবেন বিরশা !

ভূত আছে নাকি নেই? এ প্রশ্ন পুরনো ও অবান্তর ৷ যে দেখতে পান, তিনি জানেন আছে, আর না দেখতে পেলে একেবারেই বিশ্বাস নেই ৷

  • Share this:

#কলকাতা: ভূত আছে নাকি নেই? এ প্রশ্ন পুরনো ও অবান্তর ৷ যে দেখতে পান, তিনি জানেন আছে, আর না দেখতে পেলে একেবারেই বিশ্বাস নেই ৷ ‘ভূত’ নিয়ে নানা প্রশ্ন, নানা কৌতুহল মেটাতে এবার পুজোর আগেই পুজোর ছবি নিয়ে বড়পর্দায় আসছেন পরিচালক বিরশা দাশগুপ্ত ৷ ছবির নাম ‘সব ভূতুড়ে’ ! ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, সোহানি সরকার ৷ আর এই ছবি দিয়েই সিনেমায় পা দিচ্ছেন বিরশা দাশগুপ্ত-র মেয়ে ইদা দাশগুপ্ত ৷

তবে ভূতের ছবি এই প্রথমবার নয় বিরশার ৷ এর আগে সোহম ও মিমিকে নিয়ে বিরশা তৈরি করেছিলেন ‘গল্প হলেও সত্যি’ ৷ সেটিও ছিল পুজোর ছবি ৷ বক্স অফিসে কামাল দেখিয়েছিল বিরশার সেই ছবি ৷ আর এবার পালা ‘সব ভূতুড়ে’ ৷ সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷

First published: August 16, 2017, 8:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर