#মুম্বই: প্রথম থেকেই সুশান্ত মৃত্যু নিয়ে সরব ছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত । 'জাস্টিস ফর সুশান্ত' ক্যাম্পেইন নিয়ে প্রথম থেকেই অ্যাকটিভ ছিলেন তিনি। সুশান্তের দিদি স্বেতা, অঙ্কিতা লোখান্ডে ও কঙ্গনা রানাওয়াত -তিন জনেই সত্য উৎঘাটনের জন্য বার বার আবেদন জানিয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে।
CBI তদন্ত শুরু হওয়ার পরে যখন ড্রাগ কারবারের পর্দাফাঁস হওয়া শুরু হল তখন থেকেই নিজের জানা ড্রাগ সংক্রান্ত নানা তথ্য তিনি শেয়ার করেন।রণবীর সিং,রণবীর কাপুর,ভিকি কৌশলের রক্তের নমুনা পরীক্ষা করা হোক এমন দাবিও তোলেন কঙ্গনা।
তিনি এও বলেন তিনি এত কিছু খোলাখুলি আলোচনা করার পরেও মুম্বই পুলিশ তার সুরক্ষার জন্য কিছুই করছে না। মুম্বই মুভি মাফিয়াদের থেকেও খারাপ মুম্বই পুলিশ এমনটাও বলেন তিনি। মুম্বই যেন পাক অধিকৃত কাশ্মির হয়ে উঠেছে এই মন্তব্য করতেও ছাড়েন না অভিনেত্রী।
এত কিছু শোনার পরে শিব সেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাওত কঙ্গনাকে মুম্বইতে প্রবেশ করতে না করেন এবং তাঁর জন্য 'হারামখোর' শব্দেরও প্রয়োগ করেন।
Strongly condemn the word ‘haramkhor’ used by @rautsanjay61. Sir you have every right to express your displeasure for what Kangana has said but you must apologise for using such language. https://t.co/6uY3AObCcw
— Dia Mirza (@deespeak) September 5, 2020
#India suffers from politicians and film stars who either keep mum, or put foot in mouth. #BharatBananaHai
The language used here by this local Maharashtra politician for @KanganaTeam, the heartthrob of millions around the country, is utterly deplorable, whatever the provocation! https://t.co/LSzZz5leMs
— Ranvir Shorey (@RanvirShorey) September 5, 2020
একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই 'হারামখোর' শব্দ ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠলো বলিউডের একাংশ। পরিচালক অনুভব সিনহা, দিয়া মির্জা, রণবীর শোরে, নানা পাটেকর,সবাই আপত্তি জানিয়েছেন হারামখোর শব্দের ব্যবহারে।
मोदीजी के नाम पर वोट लेकर कुर्सी के लिए भाजपा को धोखा दिया तो हरामखोर कौन हुआ ? संजय राउत बताये ....
#Shame_On_MahaGovt — Nana Patekar (@NanagPatekar_) September 5, 2020
প্রসঙ্গত এরই মধ্যে কঙ্গনাও ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে মহারাষ্ট্র সরকারকে।কঙ্গনা ট্যুইট করে জানান তিনি এই মাসের ৯ তারিখ নিজের বাড়ি হিমাচল প্রদেশ থেকে ফিরছেন মুম্বাইতে। তাঁকে আটকানোর কার কত দম আছে তিনিও দেখে নেবেন।