#মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির মায়ের জন্মদিন ছিল শনিবার ৷ বিশেষ মুহূর্তে শিল্পা তাঁর মা সুনন্দা শেট্টিকে উইশ করেছেন এক আলাদা আন্দাজে ৷ শিল্পা মায়ের সঙ্গে একটি দারুণ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে আবেগঘন পোস্টও লিখেছেন ৷ একই সঙ্গে মাকে ধন্যবাদ জানিয়েছেন, আজ তিনি যতখানি পথ পেরিয়েছেন তার জন্য মায়ের অবদান কখনই ভোলার নয় ৷
তিনি লিখেছেন মায়ের জন্যই আজ তিনি সততার সঙ্গে চলার অনুপ্রেরণা পেয়েছেন, জীবনে কখনও কোনও খারাপ কাজ করার প্রশ্রয় পাননি, প্রতিটি সাফল্যের জন্য মা সব সময়েই প্রার্থনা করেছেন ৷ কোনও শর্ত ছাড়াই অনেক ভালবাসা দিয়েছেন, ভগবান খুশি হয়েই এইমায়ের কোলেই তাঁকে পাঠিয়েছেন অভিমত শিল্পা শেট্টির ৷ তিনি মায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, "আমার সমস্ত কিছুই মাকে ঘিরে, মা-ই তাঁর কাছে সব থেকে মূল্যবান রত্ন ৷ তোমাকে ভালবাসি মা ৷" এই বিষয়েও স্ত্রীর থেকে পিছিয়ে নেই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাও, শাশুড়িমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
রাজ লিখেছেন 'একজন মা সন্তানের জন্ম দেন, কিন্তু শাশুড়িমা নিজের জীবন দিয়ে দেন৷ মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে প্রতিটি মুহূর্তে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ, প্রতিটি মুহূর্তে আমার জন্য প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে যাতে আমার মঙ্গল হয়, এই সমস্ত কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Raj Kundra, Shilpa Shetty