corona virus btn
corona virus btn
Loading

গোয়ায় আছেন শিল্পা, সঙ্গে দুই সুপুরুষ !

গোয়ায় আছেন শিল্পা, সঙ্গে দুই সুপুরুষ !

বহুদিন তাঁকে দেখা যায় না পর্দায় ৷ স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন সোনার সংসারে ৷ ফিটনেস ফান্ডায় অবশ্য মাঝে-মধ্যে দেখা গেলেও, শিল্পা কিন্তু এই সব নিয়ে দিব্যই আছেন ৷ আর সঙ্গে যদি পান দুই সুপুরুষ ৷ তাহলে তো আর কথাই নেই! তার উপর গোয়ার সমুদ্র সৈকত ৷ ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷

  • News18
  • Last Updated: November 30, 2015, 3:38 PM IST
  • Share this:

#মুম্বই: বহুদিন তাঁকে দেখা যায় না পর্দায় ৷ স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন সোনার সংসারে ৷ ফিটনেস ফান্ডায় অবশ্য মাঝে-মধ্যে দেখা গেলেও, শিল্পা কিন্তু এই সব নিয়ে দিব্যই আছেন ৷ আর সঙ্গে যদি পান দুই সুপুরুষ ৷ তাহলে তো আর কথাই নেই! তার উপর গোয়ার সমুদ্র সৈকত ৷ ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷

গোয়া চলচ্চিত্র উৎসবে উড়ে গিয়েছেন শিল্পা শেট্টি৷ গোয়ায় নামতে না নামতে, শিল্পার সামনে দুই সুপুরুষ! একজন ফাওয়াদ আর একজন রানা ডগ্গুবতি ৷ শোনা গিয়েছে, এই দুই সুপরুষ যে হোটেলে রয়েছেন, শিল্পাও আছেন সেখানেই ৷ ব্রেকফাস্ট টু ডিনার সবই নাকি শিল্পা সেরে ফেলছেন ডগ্গুবতি আর ফাওয়াদকে নিয়ে ৷ এমনকী, রাতভোর আড্ডাতেও শিল্পা নাকি মস্তি লুটছেন এই দুই নায়কের সঙ্গে ৷ শিল্পার কথায়, ‘সিনেমা বহুদিন করি না ৷ খুব মিস করি ৷ এখনও কত সুন্দর সুন্দর দেখতে নায়ক ৷ ওদের দেখেই আবার সিনেমা করতে ইচ্ছে করে ৷’ শুধু তাই নয়, শোনা গিয়েছে, গোয়াতে শিল্পা নাকি ধুমধাম করে পালন করেছেন ফাওয়াদের জন্মদিনও ৷ স্পেশাল গিফটও নাকি দিয়েছেন ফাওয়াদকে ৷ নিজেদের জমজমাট আড্ডার ছবিও শিল্পা টুইট করেছেন ৷

First published: November 30, 2015, 3:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर