ভারতীয় সমাজে পোশাকবিধি নিয়ে সাধারণত মেয়েদেরই নানা আচরণে অভ্যস্ত হতে হয় ৷ ছেলেদেরও নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা উচিত৷ মনে করেন শাহরুখ খান ৷ সেই সহবত তিনি শিখিয়েছেন ছেলে আরিয়ানকেও ৷ এক সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন সে কথা ৷
তিনি এই বিষয়ে নিয়ম তৈরি করেছেন ছেলের জন্য ৷ তাঁর স্পষ্ট নির্দেশ, বাড়িতে কোনও সময় খালি গায়ে থাকতে পারবেন না আরিয়ান ৷ শাহরুখের কথায়, ‘‘ আমি মনে করি একজন ছেলের তার মা, দিদি, বোন বা বান্ধবীর সামনে খালি গায়ে দাঁড়ানোর কোনও অধিকার নেই৷ আমি আরিয়ানকে বলেছি বাড়িতেও সব সময় একটা টিশার্ট পরে থাকতে ৷’’
শাহরুখের পুরনো সাক্ষাৎকারের অংশ নতুন করে আলোচিত হচ্ছে নেটমাধ্যমে ৷ সেখানেই শাহরুখ জানিয়েছেন তাঁর তৈরি এই নিয়মের কথা ৷ কিন্তু কেন এই ফরমান? বাদশা মনে করেন একজন মেয়েকে যদি ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় প্রকাশ্যে মেনে নিতে অস্বস্তি হয়, তা হলে একটি মেয়েরও অধিকার আছে ঊর্ধ্বাঙ্গ মুক্ত পুরুষকে দেখে এই অস্বস্তিতে সামিল হওয়ার ৷ স্পষ্ট কথা শাহরুখের ৷
গৌরীকে শাহরুখ বিয়ে করেছিলেন ১৯৯১ সালে ৷ দুই ছেলে আরিয়ান, আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে তাঁদের সংসার ভরপুর ৷ কাজের বাইরে পরিবারের ঘেরাটোপে সুপারস্টার শাহরুখ আদ্যন্ত ফ্যামিলিম্যান৷ তাঁর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল জুড়ে আছে পারিবারিক মুহূর্ত ৷
শাহরুখের শেষ ছবি ‘জিরো’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে ৷ তাঁর বিপরীতে নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা ৷ এই মুহূর্তে কিং খান ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘পঠান’ নিয়ে ৷ বহু প্রতীক্ষিত সেই ছবির কাজ চলছে ৷ পাশাপাশি, ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে পঞ্চাশোর্ধ্ব চিরতরুণকে দেখা যাবে ক্যামিয়ো ভূমিকায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aryan khan, Bollywood, Shahrukh Khan