Home /News /entertainment /

‘ওই হাসি মুখ ভুলতে পারব না’, সুশান্তের মৃত্যুতে পোস্ট শাহরুখের

‘ওই হাসি মুখ ভুলতে পারব না’, সুশান্তের মৃত্যুতে পোস্ট শাহরুখের

এরপরটুকু তো ঠিক সিনেমায় যেমন হয় ৷ টেলিজগতের জনপ্রিয় তারকার বড়পর্দায় আগমন ৷ বলিউডে ‘কাই পো চে’ দিয়ে অভিষেকের সঙ্গে সঙ্গেই জীবনের প্রতিটাক্ষেত্রের মতো সাফল্য এখানেও এসে ধরা দিয়েছে সুশান্তের হাতে ৷ তাঁর বলিউডে প্রথম পদক্ষেপের সঙ্গে বাদশা শাহরুখ খানের অনেক মিল থাকলেও রাজপুতের কেরিয়ার ছিল একদম অন্যধাঁচে গড়া ৷ পড়াশুনায় বরাবরই ক্লাসের প্রথম সারিতে ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ সেখান থেকে তাঁর শোবিজে আসা বলিউডে নিজের সুযোগ করে নেওয়ার থেকে হতে পারে ধোনির মতো একটা সিনেমা ৷

এরপরটুকু তো ঠিক সিনেমায় যেমন হয় ৷ টেলিজগতের জনপ্রিয় তারকার বড়পর্দায় আগমন ৷ বলিউডে ‘কাই পো চে’ দিয়ে অভিষেকের সঙ্গে সঙ্গেই জীবনের প্রতিটাক্ষেত্রের মতো সাফল্য এখানেও এসে ধরা দিয়েছে সুশান্তের হাতে ৷ তাঁর বলিউডে প্রথম পদক্ষেপের সঙ্গে বাদশা শাহরুখ খানের অনেক মিল থাকলেও রাজপুতের কেরিয়ার ছিল একদম অন্যধাঁচে গড়া ৷ পড়াশুনায় বরাবরই ক্লাসের প্রথম সারিতে ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ সেখান থেকে তাঁর শোবিজে আসা বলিউডে নিজের সুযোগ করে নেওয়ার থেকে হতে পারে ধোনির মতো একটা সিনেমা ৷

সুশান্ত সিং রাজপুতে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানও ৷

 • Share this:

  #মুম্বই: রবিবার দুপুরবেলা গোটা দেশ যে এরকম একটা খবর পাবে তা আন্দাজও করা যায়নি ৷ হঠাৎই ব্রেকিং নিউজ ! যে ‘নায়ক’ সিনেমার পর্দায় জীবনের লড়াই দেখাতেন, যে নায়কের এক হাসিতেই মেয়েরা কাবু হতেন, সেই নায়ক আজ নেই ! তাঁর ঝুলন্ত মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করল পুলিশ ! মেডিক্যাল রিপোর্টে মানসিক অবসাদ ! কী দুঃখ মনের মধ্যে চেপে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ? কেন এরকম পরিণতি প্রতিভাবান নায়কের ! স্তব্ধ গোটা দেশ ৷ গোটা বলিউড ৷

  সুশান্ত সিং রাজপুতে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানও ৷ ইনস্টাগ্রামে  শাহরুখ লিখলেন, ‘আমাকে খুব ভালোবাসত ৷ আমি ওকে খুব মিস করব ৷ ওর এনার্জি, ওই হাসি মুখ ! ইশ্বর ওর আত্মাকে আর্শীবাদ করুক ৷  শোকাহত৷ হতবাক হয়ে গিয়েছি !’

  মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল  বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ৷ বয়স হয়েছিল ৩৪ ৷

  রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷

  প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর