Home /News /entertainment /
সলমনের সুপারহিট গানে শাহরুখ-কাজলের তুমুল নাচ, নিমেষেই সুপার ভাইরাল

সলমনের সুপারহিট গানে শাহরুখ-কাজলের তুমুল নাচ, নিমেষেই সুপার ভাইরাল

শাহরুখ , কাজল ৷ ফাইল ছবি ৷

শাহরুখ , কাজল ৷ ফাইল ছবি ৷

সলমন খানের সুপারহিট গানে শাহরুখ-কাজলের নাচে আসর জমজমাট

 • Share this:

  #মুম্বই: বলিউডে শাহরুখ-কাজল জুটি অন্যতম জনপ্রিয় ফিল্মি জুটি ৷ শাহরুখ ও কাজলের জুটিতে একাধিক হিন্দি ছবি নির্মিত হয়েছে বলিউডে ৷ বক্স অফিস তোলপাড় করেছে কুছ কুছ হোতা হ্যায়, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গমের মতো একের পর এক সুপারহিট ছবি ৷ এই হিট জুটির আকর্ষণ সব বয়সের দর্শককে বার বার সিনেমা হলে টেনে নিয়ে গিয়েছে ৷

  নব্বইয়ের দশকের সুপারহিট জুটি ফের ফিরিয়ে নিয়ে এসে বড়সড় চমক দিয়েছিলেন রোহিত শেট্টি ৷ ২০১৫ সালে রোহিত শেট্টি নির্দেশিত দিলওয়ালে ছবিতে কাজল-শাহরুখ দেখতে পাওয়া গিয়েছিল বেশ কয়েক বছর বাদে ৷ দিলওয়ালে ছবির মাধ্যমে অনেক দিন পর শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল পর্দায় ৷ সেই ছবিরই শ্যুটিং চলার সময়ে শাহরুখ, কাজল, বরুণ ধবন, কৃতি শ্যানন, সলমন খানের ছবি প্রেম রতন ধন পাও ছবির গানের সঙ্গে কোমর দুলিয়ে ছিলেন ৷

  দেখে মনে হচ্ছিল কোনও পার্টির দৃশ্য ৷ সলমন খানের প্রেম রতন ধন পাও ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের নভেম্বরে আর দিলওয়ালে মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে ৷ সলমন খানের ছবির গানের সঙ্গে শাহরুখ-কাজলের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল ৷ বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, ফের বড় পর্দায় ফিরতে চলেছে শাহরুখ-কাজলের এই অনবদ্য জুটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Kajol, Salman Khan, Shahrukh Khan

  পরবর্তী খবর