#মুম্বই: আলিয়া ভাট ও শাহরুখ খান অভিনীত ছবি 'ডিয়ার জিন্দেগি' মন কেড়েছিল সকলের। ওই ছবিতে শাহরুখ খান একজন সাইকোলজিস্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। আলিয়া নিজের চিকিৎসার জন্য তাঁর কাছে যায়। এবং আলিয়া ভালবেসে ফেলে শাহরুখকে। তবে বয়সে অনেকটা বড় শাহরুখ আলিয়াকে বোঝায় এটা ভালবাসা নয়। এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। দর্শক শাহরুখ-আলিয়ার জুটিকে পছন্দও করেছিলেন। এর পর কেটে গিয়েছে চার বছর। তাঁদের আর এক সঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া।
একটি সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, রেড চিলিসের তরফ থেকে একটি ছবি প্রযোজনা করছেন শাহরুখ। সেখানেই কাজ করতে চলেছেন আলিয়া। এই ছবিটি মহিলা কেন্দ্রীক ছবি। আলিয়ায় লিড রোলে অভিনয় করবেন। তবে শাহরুখকে এই ছবিতেও 'ডিয়ার জিন্দেগি'র মতো ভূমিকাতেই পাওয়া যাবে। ২০২১-এর একেবারে শুরুর দিকে শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে সিনেমার নাম বা পরিচালকের নাম এখনও কিছু জানাননি শাহরুখ।
এই ছবিটি ছাড়াও শাহরুখ খান কাজ করতে চলেছেন রাজকুমার হিরানির সঙ্গেও। রাজকুমারের বহুদিনের ইচ্ছে ছিল শাহরুখের সঙ্গে কাজ করার সেই স্বপ্নই এবার পুরো হতে চলেছে। শাহরুখ রাজিও হয়ে গিয়েছেন কাজ করতে। তবে করোনার জন্য আপাতত শ্যুটিং শুরু করা যাচ্ছে না। আশা করা যায় এ বছরের শেষ অথবা সামনের বছর কাজ শুরু হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Shahrukh Khan