ফের বাবা হলেন শাহিদ কাপুর

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ফের বাবা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর ৷ কন্যার মিসার পর পুত্র সন্তানের জন্ম দিলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত ৷ বুধবার সন্ধে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে জন্ম হয় শাহিদ পুত্রের ৷ সন্তান ও স্ত্রী মীরা সুস্থ আছেন বলেই জানিয়েছেন শাহিদ কাপুর ৷

    ফের বাবা হওয়ায় সোশ্যাল মিডিয়া শাহিদ কাপুরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা ৷ শুভেচ্ছা জানিয়েছেন, প্রীতি জিনতা, আলিয়া ভাটেরা৷

    ২০১৫ সালের ৭ জুলাই মীরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহিদ কাপুর ৷ ২০১৬ সালের অগাস্ট মাসে শাহিদ এক কন্যা সন্তানের বাবা হন ৷ বউয়ের নামের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নাম রাখেন মিশা ৷ আর এবার পুত্র সন্তান ৷ স্বভাবতই কাপুর ফ্যামিলিতে বুধবার রাত থেকেই খুশির হাওয়া ৷ আমাদের পক্ষ থেকেও শাহিদের জন্য রইল শুভেচ্ছা ৷

    shah

    First published:

    Tags: Mira Rajput, Shahid Kapoor