#মুম্বই: গত বছর ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন অভিনেতা শাহিদ কাপুর ৷ বছর ঘুরতে না ঘুতেই কাপুর বাড়িতে এল আরও একটি সুখবর ৷ কারণ বাড়িতে এসেছে নতুন অতিথি ৷ মেয়ের বাবা হলেন শাহিদ কাপুর ৷
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মুম্বইয়ের খারের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মিরা। ডাক্তাররা জানিয়েছেন শিশু সুস্থই রয়েছে ৷ বাচ্চার ওজন হয়েছে ২.৮ কেজি।
She has arrived and words fall short to express our happiness. Thank you for all your wishes.
— Shahid Kapoor (@shahidkapoor) August 26, 2016
স্ত্রী গর্ভবতী থাকাকালীন বেশি সময়টাই তাঁর পাশেই থাকতে দেখা গিয়েছে শাহিদকে ৷ বাবা হওয়ার খবরটা নিজেই ট্যুইট করেই জানান শাহিদ ৷ কন্যা সন্তানের আগমনে স্বভাবতই এখন খুশির হাওয়া কাপুর পরিবারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby Girl, Father, Mira Rajput, Mumbai, Shahid Kapoor, শাহিদ কাপুর