• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ঠোঁট লাল রাখতে জানেন কী করেন শাহরুখ?

ঠোঁট লাল রাখতে জানেন কী করেন শাহরুখ?

File Photo

File Photo

গোপন তথ্যটা ফাঁস করলেন দীপিকা পাড়ুকোনই ! আর তা জানতে পেরে লজ্জায় লাল হলেন শাহরুখ খান ৷ কিন্তু জানেন কি?

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: গোপন তথ্যটা ফাঁস করলেন দীপিকা পাড়ুকোনই ! আর তা জানতে পেরে লজ্জায় লাল হলেন শাহরুখ খান ৷ কিন্তু জানেন কি? শাহরুখ ঠোঁট লাল রাখার জন্য যা করেন, সে ঘটনাটা একেবারে সত্য !

  গোটা বলিউড জানেন, শাহরুখ একেবারে চেন স্মোকার ৷ আর বেশি মাত্রায় সিগারেট খাওয়ার জন্য শাহরুখের ঠোঁট যে কালো হয়, তাও জানা আছে শাহরুখের ৷ কিন্তু তা বলে ঠোঁট লাল রাখতে স্ট্রবেরি !

  দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে জানালেন, চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিংয়ের সময় আমি শাহরুখকে দেখেছিলাম ঠোঁটের মধ্যে স্ট্রবেরি ঘষে নিতে ৷ প্রথমে আমি বুঝতে পারিনি ৷ তবে শাহরুখকে জিজ্ঞেস করায়, শাহরুখ নিজেই বলেন, এই স্ট্রবেরির ঘটনাটা তিনি জেনেছেন ইন্টারনেট থেকে ৷ আর তখন থেকেই নিজের ঠোঁটের যত্নের জন্য স্ট্রবেরি ব্যবহার করেন শাহরুখ খান !

  চলতি মাসের শেষের দিকেই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ডিয়ার জিন্দেগি ছবিটি ৷ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে ! ছবির পরিচালক গৌরি সিন্ডে !

  First published: