#মুম্বই: এবার ইদ একেবারেই যেন অন্যরকম শাহরুখের কাছে ৷ এবার ইদ একেবারেই আলোহীন মন্নতে ৷ ছাদে উঠে ফ্যানদের হাত নাড়ানো নেই৷ নেই বাড়িতে ডেকে সাংবাদিকদের খাওয়া-দাওয়া ৷ ইদের রং এবার মন্নতে একেবারেই অন্যরকম ৷ আর তাই তো ইদের শুভেচ্ছাতেও এবার শাহরুখ যেন একেবারে অন্যরকম ৷
করোনার প্রকোপে গোটা বিশ্ব একেবারে বিপর্যস্ত ৷ করোনা মোকাবিলায় গোটা দেশে এখনও লকডাউন৷ ঘরবন্দি সেলেব থেকে সাধারণ ৷ তার ওপর বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের তাণ্ডব৷ তা নিয়েও সমবেদনা প্রকাশ করেছেন শাহরুখ ৷ আর তাই তো ইদের দিনে ঈশ্বরের কাছে তাঁর একটাই প্রার্থনা, সব যেন ঠিক হয়ে যায় ৷ ফ্যানদের ইদের শুভেচ্ছা জানাতে শাহরুখ তাই ট্যুইটে লিখলেন, বিশ্বাসের কথা ৷ ট্যুইটে লিখলেন ঈশ্বরের কৃপার কথা ৷ শাহরুখের কথায়, ‘ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে ৷ এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রেখেছে ৷ সবাইকে ইদের শুভেচ্ছা ৷’May the blessings of Allah see us through these times. In the end, it’s Faith that keeps us going... Eid Mubarak to all. May He shower all with love, peace and prosperity always.
— Shah Rukh Khan (@iamsrk) May 25, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Eid, Shahrukh Khan