#মুম্বই: নভেন্বর ২ ৷ বলিউডের বাদশা খানের জন্মদিন তো নয়, যেন এক উৎসব ৷ জন্মদিনের আগের রাত থেকেই মন্নতের সামনে ভিড় জমতে শুরু করে ৷ আর সকাল হলেই, সেই ভিড় উপচে পড়ার অবস্থা ৷ শাহরুখ জানলা, দরজা খোলার আগেই জন্মদিনের শুভেচ্ছা ফ্যানদের চিৎকারে ধরা হয় ৷ তারপর শাহরুখ আসেন, বারান্দায় ৷ সঙ্গে ছোট্ট ছেলে আব্রাম ! হইহই কাণ্ড ৷ শাহরুখের এক ঝলক পাওয়ার জন্য ফ্যানদের মধ্যে তুমুল উন্মাদনা ৷ কিন্ত এবছর করোনার কারণে কী আর এরকম চিত্র ফুটে উঠবে মন্নতের সামনে ?
ফ্যানেদের মনে সেই প্রশ্নের উত্তর দিতে নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন শাহরুখ খান ৷ ট্যুইট করে স্পষ্টই জানিয়ে দিলেন, এবারের জন্মদিনে ফ্যানেরা কীভাবে তাঁকে শুভেচ্ছা জানাবেন ৷ ট্যুইটারে শাহরুখকে তাঁর এক ফ্যান জিজ্ঞাসা করেন, এবারের জন্মদিনে আপনার বাড়ির বাইরে আসা যাবে? পুলিশ অনুমতি দেবে?শাহরুখ উত্তরে ট্যুইট করলেন, ‘দয়া করে কেউ প্লিজ আমার বাড়ির সামনে আসবেন না ৷ এবারে আপনাদের ভালোবাসা দূরে থেকেই আমাকে দিন ৷’Please I recommend nobody should collect in crowds. My birthday or wherever! Iss baar ka pyaar...thodha door se yaar. https://t.co/hANNv2VU0U
— Shah Rukh Khan (@iamsrk) October 27, 2020
শাহরুখের ট্যুইটে করা অনুরোধ একেবারে অক্ষরে অক্ষরে রাখলেন তাঁর জবরা ফ্যানেরা ৷ যে দৃশ্য গত বহু বছর এদিন মন্নতের সামনে তৈরি হতো, তার একেবারেই উল্টোটা দেখা গেল এবছর ৷ মন্নতের সামনে কয়েকজন পুলিশের দেখা মিললেও, ফ্যানেদের তুমুল ভিড় চোখে পড়ল না ৷ করোনা আবহে ফ্যানেদের এই সু-চিন্তিত সিদ্ধান্ত ও শাহরুখের অনুরোধ রাখায় খোদ শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন ৷Thank you all... hope to see you soon again. Stay safe... Love always! pic.twitter.com/oSw7qLP6bE
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2020