মুম্বই: একটা গোটা দশক পার হয়ে গিয়েছে। একসঙ্গে পর্দায় ধরা দেননি তাঁরা। তবে এ বার সেই চেনা ছক ভাঙতে চলেছে। ফের একই ছবিতে কাজ করতে চলেছেন বলিউডের দুই তারকা। শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া।
'জি লে জারা' ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কইফ। পরিচালক ফারহান আখতার। বলিউডের এক সংবাদমাধ্যমের দাবি, তিন নায়িকাকে নিয়ে তৈরি এই ছবিতেই 'ক্যামিও' করতে দেখা যাবে শাহরুখকে। অর্থাৎ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে 'বাদশা'কে। খুব অল্প সময়ের জন্যই নাকি সেই ছবিতে থাকবেন তিনি।
প্রসঙ্গেত, ফারহান পরিচালিত 'ডন'-এই পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। ফের 'জি লে জারা'য় তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা। কিন্তু এ বিষয়ে এখনও সিলমোহর বসাননি নির্মাতারা।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে বিতর্কের শেষ নেই! 'ও যা ইচ্ছা করবে', নাইসার পাশে থাকার বার্তা কাজলের
আরও পড়ুন: রাজনীতিকের সঙ্গেই ছাদনাতলায়! গুঞ্জনের মাঝেই প্রকট হলেন পরিণীতি, বিয়ে কী বললেন
এক সময়ে শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। এমনও গুঞ্জন যে, চুপিচুপি আমেরিকায় বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে এ বিষয়ে আগাগোড়াই চুপ থেকেছেন দুই তারকা। অতীতের বিতর্ক ভুলে কি ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা? এখন সেটাই দেখার।
ছবির শ্যুট এখনও শুরু হয়নি। আপাতত শ্যুটের জায়গা দেখছেন ফারহান আখতার। সেই কারণেই নাকি আপাতত রাজস্থান গিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Priyanka Chopra, Shah Rukh Khan