হোম /খবর /বিনোদন /
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ! পিছনে ফেললেন মেসি-জুকারবার্গকে

Shah Rukh Khan Tops TIME100 Reader: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষে শাহরুখ! পিছনে ফেললেন মেসি-জুকারবার্গকেও

শীর্ষে শাহরুখ

শীর্ষে শাহরুখ

তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন  ইরানে নিজেদের অধিকারের জন্য লড়াই করা প্রতিবাদী মহিলারা।

  • Share this:

মুম্বই: শাহরুখের বাদশা ইমেজ বজায় রইল আবারও৷ টাইমস পত্রিকার বার্ষিক প্রভাবশালীদের তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খান৷ তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন  ইরানে নিজেদের অধিকারের জন্য লড়াই করা প্রতিবাদী মহিলারা। তৃতীয় স্থানে ২ % ভোট নিয়ে রয়েছেন ২০২০ সালে অতিমারির পরে চিকিৎসায় সাহায্যকারী অগণিত স্বাস্থ্যকর্মীরা।  চতুর্থ প্রিন্স হ্যারি ও  মেগান মার্কল, পঞ্চম লিওনেল মেসি। সবাইকে পিছনে ফেলেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন শাহরুখ।

২০২৩ সালে টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জনকে  বেছে নেওয়ার দায়িত্ব ছিল এই ম্যাগাজিনের পাঠকদের। ভোট পড়েছে ১২ লক্ষেরও বেশি।  ১২ লক্ষের মধ্যে শাহরুখ খান পেয়েছেন সবথেকে বেশি ভোট।
আরও পড়ুন: সাইক্লোনিক সার্কুলেশন অ্যালার্ট... ! ১৫ রাজ্যে তুমুল বৃষ্টি-বজ্রঝড় সতর্কতা! ৭ রাজ্যে চরম দাবদাহ! আবহাওয়ার বিরাট আপডেট
আরও পড়ুন: মন্ত্রী মলয় ঘটকের স্বস্তি আদালতে! আপাতত পদক্ষেপ করতে পারবে না ইডি
 চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। দুজনেই পেয়েছেন ১.৯% ভোট। ১.৮% ভোট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন  বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি।
চার বছর পর মারকাটারি কামব্যাক করেছেন শাহরুখ। সেই সাফল্যের খতিয়ান আর বলার অপেক্ষা রাখে না৷ পাঠানের সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার টাইমসের এই রিডারর্স পোলে শীর্ষে পৌঁছলেন শাহরুখ। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গদের পিছনে ফেলেছেন তিনি৷  তাঁর খ্যাতি যে বিশ্বজোড়া, সে কথা আরও একবার প্রমাণ করলেন তিনি৷
Published by:Rachana Majumder
First published:

Tags: Shah Rukh Khan