• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নারীদের থেকে কী কী শিখেছেন শাহরুখ খান ? জেনে নিন !

নারীদের থেকে কী কী শিখেছেন শাহরুখ খান ? জেনে নিন !

একেবারে দু’ডজন নারী ! আর সেই নারীদের থেকেই জীবনের নানা পর্বে, নানারকম অনুপ্রেরণা পেয়েছেন শাহরুখ খান ৷

একেবারে দু’ডজন নারী ! আর সেই নারীদের থেকেই জীবনের নানা পর্বে, নানারকম অনুপ্রেরণা পেয়েছেন শাহরুখ খান ৷

একেবারে দু’ডজন নারী ! আর সেই নারীদের থেকেই জীবনের নানা পর্বে, নানারকম অনুপ্রেরণা পেয়েছেন শাহরুখ খান ৷

 • Share this:

  #মুম্বই: একেবারে দু’ডজন নারী ! আর সেই নারীদের থেকেই জীবনের নানা পর্বে, নানারকম অনুপ্রেরণা পেয়েছেন শাহরুখ খান ৷ নানা এ খবর কোনও গল্প কথা নয় ৷ বরং পুরো ব্যাপারটা নিজের মুখেই স্বীকার করেছেন শাহরুখ খান ! তাঁর জীবনে নাকি ২৪টি নারী তাঁকে এগিয়ে চলার পথ দেখিয়েছে !

  তা হঠাৎই এরকম কথা বলতে গেলেন কেন শাহরুখ ? সম্প্রতি বলিউডের কেরিয়ারে ২৪টি বছর পার করেছেন শাহরুখ খান ৷ সেই ‘দিওয়ানা’ ছবি থেকে লাইমলাইটে আসা ৷ আর সেই ২৪টি বছরের জার্নিকে সবার কাছে তুলে ধরতে শাহরুখ ২৪টি নারীর কথা জানিয়েছেন ! তবে শাহরুখের কথায়, এই ২৪টি নারীই আসলে তাঁর কল্পনার জগতে আসা-যাওয়া করে ৷ তা শাহরুখ ঠিক কী বললেন ট্যুইট করে?

  First published: