মুম্বই: শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা নাম। ধন, যশ, খ্যাতি, তাঁর সবই অফুরান। তবু চিরকাল মাটির কাছাকাছি থেকেছেন 'বাদশা'। ভালবাসার বিগ্রহ হয়ে। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। সেই বিতর্কের জেরেই আরও একবার শিরোনামে অভিনেতা।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুল। সহকারী পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। আর তখনই ভক্তরা ঘিরে ধরে তাঁকে। আবদার? নিছকই একটি সেলফির। আর সেখানেই তাল কাটে। এক ব্যক্তি ছবি তোলার জন্য শাহরুখের দিকে ফোনটি বাড়িয়ে দেন। আর তখনই মেজাজ হারান 'বাদশা'। উচ্ছ্বসিত অনুরাগীকে এক প্রকার ধাক্কা দিয়েই সরিয়ে দেন তিনি। আর সেই দৃশ্য ধরা পড়ে যায় পাপারাৎজির ভিডিওয়।
আরও পড়ুন: শাহরুখকে তাক করে গুলি সলমনের, মাটিতে লুটিয়ে বাদশা, সেটে ভয়াবহ কাণ্ড! ভয়ে পালালেন বাকিরা
আরও পড়ুন: ফাঁকা পকেটেই মধুচন্দ্রিমা! গৌরী-শাহরুখের হানিমুনের প্রথম রাত কেমন কেটেছিল, জানলে আতঁকে উঠবেন
'পাঠান' মুক্তির আগে পর্যন্ত নিজেকে অন্তরালেই রেখেছিলেন শাহরুখ। আলোকবৃত্ত থেকে ছিলেন দূরে। খুব সচেতন ভাবেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। তবে ছবি মুক্তির পর ঘেরাটোপ ত্যাগ করেন 'কিং'। দিন কয়েক আগেই কাশ্মীরে 'ডানকি'র শ্যুট করছিলেন শাহরুখ। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে তাপসী পান্নুকে। শ্যুট চলাকালীন একসঙ্গে লেন্সবন্দিও হয়েছিলেন দু'জনে।
আপাতত শাহরুখের ঝুলিতে দু'টি বড় বাজেটের ছবি- 'ডানকি' এবং 'জওয়ান'। সেই শ্যুটিং নিযেই ব্যস্ত 'বাদশা'। কিন্তু কেন তাঁর এ হেন আচরণ? আপাতত কারণ অনুসন্ধানে ব্যস্ত অনুরাগীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Shah Rukh Khan