corona virus btn
corona virus btn
Loading

দুবাইয়ে কোন রহস্যের সমাধান খুঁজছেন শাহরুখ খান?

দুবাইয়ে কোন রহস্যের সমাধান খুঁজছেন শাহরুখ খান?
  • Share this:

#মুম্বই: রাস্তা-ঘাটে ৷ ঘরের ভিতর, ঘরের বাইরে ৷ কখনও রেস্তোরাঁয়, কখনও মিউজিয়ামে৷ দিন নেই, রাত নেই দুবাইয়ে ঘুরেই চলেছেন শাহরুখ খান ৷ কেউ যদি কিছু জিজ্ঞেস করছেন, তাহল শাহরুখের একটাই উত্তর, কয়েনটা খুঁজতেই হবে ৷ তিনটে কয়েন আমার চাই-ই চাই ৷ তা হঠাৎ কয়েনের পিছনে পড়লেন কেন শাহরুখ ?

গপ্পোটা হল, দুবাই ট্যুরিজমকে উৎসাহ দিতে #BEMYGUEST 3.0 এক নতুন প্রচার ভিডিও তৈরি হয়েছে ৷ যেখানে অভিনয় করেছেন বলিউডের বাদশা খান শাহরুখ ৷ এই ভিডিওতেই শাহরুখ গল্পের তাগিদে খুঁজে বেড়াচ্ছেন ‘অ্যান্টিক কয়েন’ ৷ আর এই কয়েন খোঁজার মধ্যে দিয়েই দুবাইয়ের উল্লেখযোগ্য জায়গাগুলো দেখানো হচ্ছে ভিডিওতে ৷

ইতিমধ্যেই গোটা দুনিয়ায় সারা ফেলেছে এই ভিডিও ৷ আপনিও দেখতে পারেন এই ভিডিও---

First published: March 22, 2019, 4:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर