মুম্বই: শাহরুখ না সলমন? বলিউডের সাম্রাজ্যে আধিপত্য কোন খানের? বহু বছর ধরেই এই প্রশ্নের উত্তর অনুসন্ধান চলছে। তা নিয়ে তর্ক-বিতর্কও নেহাত কম নয়। তবে যাবতীয় চর্চার ঊর্ধ্বে দুই তারকার রসায়ন আজও দেখার মতো।
শাহরুখের 'পাঠান'-এ দেখা মেলে সলমনের। শত্রুদের হাত থেকে বিধ্বস্ত পাঠানকে রক্ষা করতে প্রকট হয় 'টাইগার'। দুই খানের যুগলবন্দিতে মুগ্ধ দর্শক। তবে তার মাঝেও মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সম্প্রতি ট্যুইটাকে 'আস্ক এসআরকে' সেশন শুরু করেছিলেন শাহরুখ। সেখানে অভিনেতার উদ্দেশে জনৈক নেটিজেনের বার্তা, 'পাঠান তো হিট হয়ে গেল। কিন্তু বক্স অফিসে সলমনের মোকাবিলা করতে পারবেন না।'
Salman bhai is…woh kya kehte hain aaj kal…young log…haan….GOAT. ( greatest of all time ) #Pathaan https://t.co/91HJy8UZxU
— Shah Rukh Khan (@iamsrk) January 28, 2023
এই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় তিনি লেখেন, 'সলমন ভাই তো... ওই যে তরুণ প্রজন্ম ইদানীং কী একটা বলে যেন... হ্যাঁ GOAT... সর্বকালের সেরা'।
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
শাহরুখের এই উত্তর আরও একবার মন জয় করেছে অনুরাগীদের। ইতিমধ্যেই বক্স অফিসে ৪০০ কোটি পার করেছে 'পাঠান'। এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, 'পাঠানের কালেকশন দেখে কেমন লাগছে?' বাদশার উত্তর, 'ভাই, নম্বর তো ফোনের হয়। আমি তো খুশির হিসেব রাখি।'
পরপর ব্যর্থ ছবির পর অনেকেই ভেবেছিলেন, বাদশার রাজত্বকাল শেষ। কিন্তু শাহরুখ আরও একবার প্রমাণ করলেন বলিউডের একমাত্র 'কিং' তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan, Salman Khan, Shah Rukh Khan