corona virus btn
corona virus btn
Loading

মাহিরা-শাহরুখ কেমেস্ট্রি, প্রকাশ্যে নতুন পোস্টার !

মাহিরা-শাহরুখ কেমেস্ট্রি, প্রকাশ্যে নতুন পোস্টার !

নতুন বছর পরতেই শাহরুখ ব্যস্ত নিজের নতুন ছবি ‘রইস’-এর প্রোমোশনে ৷ কারণ, এই বছরে শাহরুখের প্রথম মুক্তিই এই রইস ৷ তবে উরি

  • Share this:

#মুম্বই: নতুন বছর পরতেই শাহরুখ ব্যস্ত নিজের নতুন ছবি ‘রইস’-এর প্রোমোশনে ৷ কারণ, এই বছরে শাহরুখের প্রথম মুক্তিই এই রইস ৷ তবে উরি হামলার পর যেভাবে করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদ খান থাকায় বিতর্কে পড়েছিল ৷ শাহরুখের এই ছবিও বিতর্কে পড়তে পড়তে বেঁচে গিয়েছে ৷ কারণ, এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে ৷

তবে এই বিতর্ক আপাতত বন্ধ ৷ ছবি নিয়ে আগেভাগেই ভারতীয় হিন্দু পরিষদের সঙ্গে দেখা করে এসেছেন শাহরুখ ৷ আর তাই তো ছবি মুক্তি যতই সামনে আসছে, ততই নানারকমের প্রোমোশন শুরু করছেন শাহরুখ ৷

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘রইস’ ছবির লায়লা গান ৷ যেখানে আলাদা করে নজর কেড়েছেন সানি লিয়ন ৷ গানটি মুক্তি পেতেই ইন্টারনেটে শোরগোল ৷ লাইকের সংখ্যাও লক্ষাধিক ৷   তবে এবার কোনও গান নয়, বরং ছবির নতুন পোস্টার প্রকাশ করলেন শাহরুখ খান ৷ এই পোস্টারেই দেখা গেল মাহিরা খানের সঙ্গে শাহরুখের কেমেস্ট্রি ৷ শাহরুখ ট্যুইটারে শেয়ার করলেন, রইসের দুটো পোস্টার ৷          
First published: January 2, 2017, 7:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर