• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মোট ৩ বার বিয়ে করেছেন শাহরুখ খান ! ফাঁস হল তথ্য

মোট ৩ বার বিয়ে করেছেন শাহরুখ খান ! ফাঁস হল তথ্য

 শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানের প্রেম, সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই নানা গুঞ্জন রটে ৷

শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানের প্রেম, সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই নানা গুঞ্জন রটে ৷

শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানের প্রেম, সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই নানা গুঞ্জন রটে ৷

 • Share this:

  #মুম্বই: শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানের প্রেম, সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই নানা গুঞ্জন রটে ৷ কিন্তু তবুও শাহরুখ ও গৌরীর সম্পর্ক অটুট বন্ধনে বাঁধা ৷ আর তাই তো বলিউডে প্রেমের গল্পের কথা উঠলে শাহরুখ ও গৌরীর কথা আসবেই ৷

  তবে এবার শাহরুখ ও গৌরীকে নিয়ে মায়ানগরীতে এমন এক খবর রটল, যা শুনে রীতিমতো অবাক হতে হয় ৷

  তা কী সেই খবর?

  গপ্পোটা হল, শাহরুখ ও গৌরীর বিয়েটা প্রথমে কেউ-ই মেনে নিতে পারেননি ৷ একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়ে নিমরাজি ছিলেন গৌরীর পরিবারও ৷ তবে বলে না প্রেমের জয় হবেই ! সেটাই হল ৷

  জানা গিয়েছে, গৌরীকে প্রায় ৩ বার বিয়ে করতে বাধ্য হন শাহরুখ ৷ প্রথমটা রেজিস্ট্রি বিয়ে, তারপর নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং ৷ গৌরীরই নাকি ইচ্ছে ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছেকেই শাহরুখ পূরণ করলেন নিজের মতো করে৷

  Published by:Akash Misra
  First published: