corona virus btn
corona virus btn
Loading

সিক্রেট সুপারস্টারের সিক্রেট গান, শেয়ার করলেন আমির খান !

সিক্রেট সুপারস্টারের সিক্রেট গান, শেয়ার করলেন আমির খান !

‘দঙ্গল’ ছবির পর ফের নতুন অবতারে আমির খান ৷ আর এবার রকস্টার রূপে ৷

  • Share this:

#মুম্বই: ‘দঙ্গল’ ছবির পর ফের নতুন অবতারে আমির খান ৷ আর এবার রকস্টার রূপে ৷ ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’ ৷ সম্প্রতি এই ছবিরই প্রথম গান ইন্টারনেটে শেয়ার করলেন আমির খান ৷ ‘ম্যায় কউন হু’ গানে দেখা গেল ছবির মূল অভিনেত্রী জায়রা ওয়াসিমকে ৷

এর জন্যই হয়তো বলিউডে আমিরের নাম মিস্টার পারফেকশনিস্ট ৷ সিনেমায় নিজের চরিত্রকে ঠিক করে ফুটিয়ে তুলতে সদা তৎপর আমির খান ৷ তা থ্রি ইডিয়ট- ছবির রাঞ্চো হোক বা পিকে ছবি ৷ এমনকী, আমিরের নতুন ছবি দঙ্গল-এ কুস্তিগীর সেজেও সবাইকে একেবারে চমকে দিয়েছেন আমির খান ৷ আর এবার ফের গোটা বলিউডকে চমকে দিতে আমির নিয়ে আসছেন ‘সিক্রেট সুপারস্টার’ !

আপাতত, গোটা ইন্টারনেটে ভাইরাল আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর লুক ৷ অদ্ভুত পোশাকে আমিরকে দেখে হতবাক সব্বাই ৷ আমিরের এই সিক্রেট সুপারস্টার ছবির পরিচালক তাঁরই সেক্রেটারি অদ্বেত চন্দন ৷ জানা গিয়েছে, এই ছবিতে দেখা যেতে পারে গায়িকা মোনালি ঠাকুরকেও ৷

আমিরের এই ‘সিক্রেট সুপারস্টার’ ছবির গল্প তৈরি হয়েছে একটি বাচ্চার গায়ক হয়ে ওঠা নিয়ে ৷ ছবিতে আমির হয়েছেন গানের শিক্ষক ৷

সম্প্রতি ইন্টারনেটে মুক্তি পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই দেখা মিলল আমিরের নতুন রূপ ৷

First published: August 21, 2017, 4:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर