কলকাতা: শর্মিলা ঠাকুর। বাঙালির ঘরের মেয়ে। ‘দেবী’, ‘সীমাবদ্ধ’, ‘অমানুষ’, ‘নায়ক’, ‘অপুর সংসার’, ‘যদু বংশ’, একের পর এক ছবিতে অভিনয় করে কালজয়ী হয়েছেন। সৌন্দর্যের প্রতীক যেন তিনি। এতগুলি প্রজন্ম পেরিয়ে গেল, কিন্তু শর্মিলার লালিত্য, সৌন্দর্য আজও চর্চিত। আর তাঁরই নাতনি আজকের বলিউডের নামকরা অভিনেত্রী। সারা আলি খান। এলেন কলকাতায়। তাঁর আগামী ছবি ‘জারা হাটকে জারা বাচকে’র প্রচার ছাড়াও শহরের এক গয়নার দোকানের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন গতকাল।
সাংবাদিকদের সামনে হাজির হতেই তাঁকে প্রশ্ন করা হল বাংলার সঙ্গে তাঁর যোগসূত্র নিয়ে। শর্মিলার নাতনি বলে কথা, নিজের ঠাকুমার থেকে কী কী গল্প শুনেছেন এই শহর নিয়ে?
আরও পড়ুন: কিছু দেখতে পাচ্ছি না, অনুষ্ঠানে লেন্স খুলে চোখের পাতায়! কলকাতায় এসে বিপাকে সারা
আরও পড়ুন: কলকাতায় সারা আলি খান, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে খেলেন ফুচকা, চাখলেন মিষ্টি
সারার কথায় জানা গেল, এই নিয়ে মাত্র দ্বিতীয় বার তিনি কলকাতায় পা রাখলেন। ফলে ঠাকুমার ভিটেমাটির সঙ্গে তাঁর পরিচয় এখনও পর্যন্ত সেভাবে হয়ে ওঠেনি। গল্পও শোনা হয়নি খুব বেশি। অনেক ছোটবেলায় মা অমৃতা সিংয়ের সঙ্গে ভাইকে নিয়ে পতৌদি-প্রাসাদ ছেড়ে ভিন্ন সংসার পেতেছিলেন সারা। সেই কারণেই কি ঠাকুমার পৈতৃক ভিটে সম্পর্কে ধারণা নেই তাঁর?
View this post on Instagram
তবে সেই না-পাওয়াকে এবার পুষিয়ে নিয়েছেন সারা। বাইপাসের ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন, ঝালমুড়ি চেখে দেখেছেন, হলুদ ট্যাক্সিতে চেপেছেন, ভিক্টোরিয়াও ঘুরে দেখেছেন নায়িকা। যে শহরকে এতদিন চেনা হয়ে ওঠেনি, এই দু’দিনে সেই শহরের নাড়ি নক্ষত্র জানার চেষ্টা করলেন সারা।
ঠাকুমার কোন কোন ছবি পছন্দ সারার? প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘আরাধনা’, ‘গুলমোহর’ ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’। এ কথা স্পষ্ট যে ঠাকুমা অভিনীত হিন্দি ভাষার ছবিই দেখেছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan, Sharmila Tagore