লমুম্বই : পর্দার প্রথম নায়কের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট সারা আলি খানের (Sara Ali Khan) ৷ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) উদ্দেশে অমৃতাকন্যা লিখলেন, ‘‘যখনই আমার কোনও সাহায্য, পরামর্শ অথবা আনন্দের প্রয়োজন হয়েছে, আমি তোমাকে পেয়েছি ৷ অভিনয়ের জগতের সঙ্গে তুমি আমাকে পরিচয় করিয়ে দিয়েছ ৷ বিশ্বাস করতে শিখিয়েছ যে স্বপ্নরাও সত্যি হয় ৷ আজ আমার যা যা আছে, সবই তোমার দেওয়া ৷ ’’ পোস্টের সঙ্গে যে ছবি সারা শেয়ার করেছেন সেখানে তিনি এবং সুশান্ত সুইমিং পুলের মধ্যে ৷ ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সুখস্মৃতি বহন করছে ছবিটি ৷ প্রসঙ্গত সুশান্তের বিপরীতে এই ছবিতেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন সারা ৷
সারার লেখায়, ‘‘এখনও বিশ্বাস করতে পারি না, তুমি চলে গিয়েছ ৷ যখনই আমি তারাদের দিকে, উদীয়মান সূর্যের দিকে বা চাঁদের দিকে তাকাই, আমি জানি তুমি এখানেই আছো ৷ ’’ এককথায় সুশান্তের স্মৃতি তাঁর কাছে বিস্তৃত ‘কেদারনাথ’ থেকে সুদূর ছায়াপথ অ্যান্ড্রোমিডা পর্যন্ত ৷ বিশ্বাস সইফকন্যার ৷ অভিনেতার পাশাপাশি মহাকাশবিজ্ঞানপ্রিয় সুশান্তও ধরা পড়েছেন সারার লেখায় ৷
এর আগে সুশান্তকে নিয়ে অন্য এক পোস্টে সারা লিখেছিলেন, বাবা ছাড়া একমাত্র সুশান্তের সঙ্গেই তিনি বিশ্বের সব কিছু নিয়ে আলোচনা করতে পারেন ৷ সুশান্তের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিল বেচারা’-র মুক্তির দিনে সারা লিখেছিলেন, ‘‘ মাত্র দু’জন সজ্জন, যাঁদের সঙ্গে আমি সার্ত্র, ভ্যান গঘ, টেলিস্কোপ, নক্ষত্রপুঞ্জ, গিটার, উত্তরমেরুপ্রদেশীয় আলো, ক্রিকেট, পিঙ্ক ফ্লয়েড, নুসরত সাব এবং অভিনয় কৌশল—সব কিছু নিয়ে কথা বলেছি ৷ ’’
সারা ছাড়াও প্রথম মৃত্যুবার্ষিকীতে সুশান্তের স্মরণে পোস্ট করেছেন তাঁর আরও দুই ঘনিষ্ঠ সহ-অভিনেত্রী কৃতী শ্যানন এবং শ্রদ্ধা কপূর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।