#মুম্বই: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷
তবে সারা আলি খান, এবার আর নাচ-গান নয়, বরং শেয়ার করলেন তাঁর ভাই ইব্রাহিমের সঙ্গে এক পুরনো ভিডিও ৷ যেখানে ভাই-বোনকে পাওয়া গেল একেবারে অন্য অবতারে ৷
সারার এই পুরনো ‘নক নক’ ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে ৷
দেখুন সেই ভিডিও---
View this post on InstagramThrowback to when you could... 👊🏻👊🏻🚪😹👏🏻🐣🐥 But for now #stayhome #staysafe and don’t go knocking🚫❌‼️
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, News, Saif Ali khan, Sara Ali Khan