Home /News /entertainment /

Sara Ali Khan Pulls Ranveer Singh's Jacket: রাত্রিবেলায় বাগানে হঠাৎ সারা আলি খান রণবীর সিং-এর জ্যাকেট টেনে ধরলেন! Viral Video

Sara Ali Khan Pulls Ranveer Singh's Jacket: রাত্রিবেলায় বাগানে হঠাৎ সারা আলি খান রণবীর সিং-এর জ্যাকেট টেনে ধরলেন! Viral Video

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

Sara Ali Khan|Ranveer Singh|Bollywood|Gossip: সারা আলি খান ও রণবীর সিং-এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  #মুম্বই: রণবীর সিং (Ranveer Singh) সর্বদা যে বিন্দাস থাকেন তা আর নতুন করে বলার কিছুই নেই ৷ তবে রণবীর সিং ও সারা আলি খানের (Sara Ali Khan) একটি মস্তির ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েচে যেখানে দেখতে পাওয়া গিয়েছে যে বাগানে সারা আলি খান রণবীর সিং-এর জ্যাকেট ধরে টানছিলেন এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷ সইফ আলি খান ও অমৃতা সিং-এর মেয়ে সারা আলি কান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Viral Video) শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে সেখানে রণবীর সিং-এর সঙ্গে সারা আসন্ন ছবি আতরঙ্গি রে 'Atrangi Re'-র একটি ড্রেনিং গানে জমিযে নাচছেন তাঁরা ৷

  ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে সারা আলি খান তাঁর রণবীর সিং-এর জ্যাকেট টেনেছেন ৷ তার পরেই হঠাৎ নাচতে শুরু করেছেন ৷ এই ভিডিওতে সারা আলি খান ও রণবীর সিং-এর কেমিস্ট্রি এক্কেবারে চোখে পড়ার মত ট্রেন্ডিং গানের সঙ্গে জমিয়ে নেচেছেন সারা ও রণবীর সিং ৷ যে ভিডিওটি (Viral Video) সারা আলি খান (Sara Ali Khan) শেয়ার করেছেন তাতে দেখতে পাওয়া গিয়েছে রণবীর সিং (Ranveer Singh) সাদা টি-শার্ট ও জ্যাকেট পরে আছেন ৷

  আরও পড়ুন : 7th Pay Commission: বাম্পার খবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে ২.৩০ লক্ষ টাকা! রইল সম্পূর্ণ পাটিগণিত

  যদিও এই স্যুটে সারা আলি খানকে অত্যন্ত সুন্দর দেখতে লাগে ৷ সারা আলি খান (Sara Ali Khan's Viral Video) ভিডিওটি শেয়ার করে লিখেছেন সুপার ডুপার আল্ট্রা কুল রণবীর সিং, অনেক অনেক ধন্যবাদ ৷ সারা আলি খানের (Sara Ali Khan) চকাচক গান সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ট্রেন্ড করছে ৷ এই গানে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি নেচে সোশ্যাল মিডিয়ায় প্রোমোট করেছেন ৷

  আরও পড়ুন :  Ajinkya Rahane Love Story: শুধু প্রেম প্রেম! অজিঙ্কা রাহানের বিয়ের গল্প হার মানাবে যে কোনও Love Story-কে

  এই ছবিতে সারা আলি খান ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, ধনুস প্রমুখরা ৷ আনন্দ এল রায় নির্দেশিত এই ছবি আগামী ২৪ ডিসেম্বর ডিসনি হটস্টারে মুক্তি পাবে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Ranveer Singh, Sara Ali Khan

  পরবর্তী খবর