#মুম্বই: বলিউডে ডেবিউ করেই এই তো কিছুদিন হল ৷ আর বলিউডে পা রেখেই দু-দুটো হিট ছবি উপহার দিয়েছেন সইফ-কন্যা সারা আলি খান ৷ তাঁর অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তাবড় পরিচালক-প্রযোজকরা ৷ এর পাশাপাশি সারার লাভ লাইফ নিয়েও আলোচনা চলছে ৷
কিছুদিন আগে সারা তাঁর ক্রাশ নিয়ে মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন যে কার্তিক আরিয়ানের প্রতি তাঁর বিরাট ক্রাশ রয়েছে ৷ এর মাঝেই খবর এসেছে তাঁর সঙ্গে নাকি বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের একটা অন্যরকম সম্পর্ক হয়েছে ৷ এর মধ্যেই ছিল সুশান্তের জন্মদিন ৷ আর সেদিনই এই দুই তারকার একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর খবর সামনে এসেছে ৷ যার থেকে বেড়েছ জল্পনা ৷
সারা আলি খান ও বীর পাহারিয়া ৷
এবার সিনেমায় আসার আগে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা ৷ একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন যে, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে’র নাতি বীর পাহারিয়ার সঙ্গে প্রেম করতেন ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি একমাত্র ওর সঙ্গেই ডেট করেছিলাম ৷ আমার জীবনে আর কোনও বয়ফ্রেন্ড ছিল না ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Love Relation, Sara Ali Khan, Sushil Kumar Shinde, Veer Pahariya