Home /News /entertainment /
নব্বইয়ের গানে দারুণ এক্সারসাইজ, হইচই ফেলে দিল সারার ভিডিও

নব্বইয়ের গানে দারুণ এক্সারসাইজ, হইচই ফেলে দিল সারার ভিডিও

নব্বই দশকের ছবি কুলি নম্বর ওয়ানের রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান ৷

 • Share this:

  #মুম্বই: নব্বই দশকের ছবি কুলি নম্বর ওয়ানের রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান ৷ ইতিমধ্যেই ছবির ট্রেলারে বরুণের ঠোঁটে ঠোঁট নিয়ে দারুণ বিতর্ক ৷ শুধু কী তাই নতুন কুলি নম্বর ওয়ানের হুসন হে সুহানা গানে বরুণ ও সারার নাচও তুমুল ভাইরাল ৷ নেটিজেনরা তো করিশ্মা ও গোবিন্দার সঙ্গে এই জুটিকে মেলাতে শুরু করে দিয়েছেন ৷

  তবে এরই মধ্যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সারা আলি খানের জিমের ভিডিও৷ তবে এই ভাইরাল হওয়া জিমের ভিডিও মোটেই এমনি সেমনি ভিডিও নয় ৷ কারণ, এখানে কসরৎ কম, বলিউডি কায়দায় নাচ আছে বেশি !
  হ্যাঁ, সারা এখন নব্বই দশকের গানের প্রেমে মত্ত ৷ তাই তো এক্সারসাইজের জন্যও সারা বেছে নিলেন, নব্বই দশকের গান, জেঠ কী দোপহর মে... গানটি৷ এই গানটিতেও নাচতে দেখা গিয়েছিল করিশ্মা ও গোবিন্দাকে ৷ তবে এবার আর বরুণ নয়, বরং জিম ইনস্ট্রাকটরের সঙ্গেই এবার কোমর দোলালেন সারা৷ দেখুন সারার এই ভাইরাল ভিডিও--
  Published by:Akash Misra
  First published:

  Tags: Sara Ali Khan, Viral Video

  পরবর্তী খবর