#মুম্বই: সময়টা ৯০-এর দশক ৷ গোবিন্দা-করিশ্মা জুটিকে সঙ্গে নিয়ে একের পর এক হিট দিয়ে যাচ্ছেন ডেভিড ধাওয়ান ৷ ‘কুলি নাম্বার ওয়ান’ ছবি তো বক্স অফিসে সেই সময় ঝড় তুলেছিল ৷ এই ছবির গান ‘তুঝে মির্চি লাগি তো’ এবং ‘হুসন হে সুহানা’ দারুণ হিট !
সেই প্যাকেজকেই নতুন প্যাকেটে পুরে একেবারে নতুনভাবে নিয়ে আসছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান ৷ গল্পের মোচড় একই রেখে, ট্রিটমেন্ট একেবারে নতুন কায়দায় ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ যা কিনা বলিউডের চর্চায় এন্ট্রি নিয়ে ফেলেছে ৷ শুধু তাই কী তাই? ট্রেলারে দেখানো বরুণ ও সারার চুমু নিয়েও তোলপাড় গসিপ দুনিয়া ৷
তবে এবার মুক্তি পেলে নতুন কুলি নাম্বার ওয়ানের হুসন হে সুহানা ! যেখানে একেবারে নতুন অবতারে দেখা গেল সারা আলি খান ও বরুণ ধাওয়ানকে৷
সারা-বরুণের কুলি নাম্বার ওয়ান ২৫ ডিসেম্বর, বড়দিনের দিনই মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে ৷ করোনার আবহের জন্যই হলের মুখ দেখতে পেল না ছবিটি ৷ তবে ওটিটি-তে যে দর্শকদের মন কাড়বে কুলি নাম্বার ওয়ান, তা ট্রেলার দেখেই আন্দাজ করা যাচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Varun Dhawan