#মু্ম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় ইতিমধ্যেই বহু মানুষকে জেরা করেছে মুম্বই পুলিশ ৷ শুধুই জেরা নয় তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে ৷ সম্প্রতি এই মৃত্যু মামলায় বলিউডের দুই হাই প্রোফাইল ব্যক্তিত্ব সঞ্জয় লীলা বনশালি ও আদিত্য চোপড়াকে জেরা করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর সঞ্জয় লীলা বনশালি ও আদিত্য চোপড়ার বয়ানে মধ্যে বিস্তর ফারাক ৷ বনশালিকে জেরার পরে পুলিশ জানতে পেরেছিল বাজিরাও মস্তানি ছবিতে সুশান্তের কাজ করার সুযোগ হয়নি কেননা সেই সময়ে যশরাজ ফিল্মসের একটি প্রোজেক্টে ব্যস্ত ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
যশরাজ ফিল্মসের সঙ্গে কথাও হয়েছিল তাতে কোনও ফল হয়নি, পুলিশকে জানিয়েছিলেন বনশালি ৷ কিন্তু এই বিষয়েই অন্য বয়ান দিয়েছেন আদিত্য চোপড়া তিনি জানিয়েছেন যশরাজ ফিল্মসের সঙ্গে কোনও কথা বলেননি সঞ্জয়লীলা বনশালি ৷ আদিত্য চোপড়া জানিয়েছিলেন যদি সেই সময়ে এমএস ধোনি আনটোল্ড স্টোরিতে কাজ করতে পারেন সুশান্ত তাহলে বাজিরাও মস্তানিতে কাজ করতে অসুবিধা কোথায়? এই বিষয় নিয়ে কেউই যশরাজের সঙ্গে কথা বলেননি,দাবি আদিত্য চোপড়ার ৷
এখানেই শেষ নয় পুলিশ জানিয়েছেন আদিত্য চোপড়া বয়ান দিয়েছেন যে, রামলীলা ২০১২-তে রণবীর সিং সই করেছিলেন আর সেই বছরেই নভেম্বরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজের চুক্তি হয়েছে ৷ অতএব, বনশালির সঙ্গে সুশান্তের কাজ না করতে দেওয়ার প্রশ্ন ওঠার কথাই নয় ৷ যশরাজের সঙ্গে পানি ছবি নিয়ে যে বিতর্ক উঠেছে তার প্রেক্ষিতেই এমন জানিয়েছেন আদিত্য চোপড়া ৷