হোম /খবর /বিনোদন /
চলছে চিকিৎসা, তারই মধ্যে মুক্তি পেল সঞ্জয়ের নতুন ছবির ট্রেলার !

চলছে চিকিৎসা, তারই মধ্যে মুক্তি পেল সঞ্জয়ের নতুন ছবির ট্রেলার !

গোটা দেশবাসী চমকে গিয়েছিল খবরটি জেনে, যে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: গোটা দেশবাসী চমকে গিয়েছিল খবরটি জেনে, যে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷ কেউ যেন বিশ্বাসই করে উঠতে পারছিল না সঞ্জুবাবার এই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ৷ গোটা দেশের মানুষ সঞ্জয় দত্তের সুস্থ হয়ে ওঠার প্রার্থনাতে মগ্ন ৷ এমনকী, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সঞ্জয় দত্ত ফ্যানদের অনুরোধ করলেন, তাঁর জন্য যে প্রার্থনা করে সবাই ৷

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল সঞ্জয় দত্তের রুগ্ন ও অসুস্থ চেহারা৷ ক্যানসার একেবারেই যেন শরীরকে দুমড়ে, মুচড়ে ভেঙে দিয়েছে ৷ ফ্যানেরা তো সেই ছবি ও ভিডিও দেখে চিনতেই পারেনি সঞ্জয় দত্তকে ৷

তারপর অবশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন একটি ভিডিও ৷ যেখানে সঞ্জয় দত্তকে দেখা গেল চুল কাটাতে এক হেয়ার স্যালোঁতে বসে ৷ কপালে তাঁর ক্ষতের চিহ্ন৷ চিকিৎসা যে শুরু হয়েছে, কপালের সেই চিহ্নই তাঁর প্রমাণ ৷ আর এবার এই চিকিৎসার কারণে, ছোট ছোট করে চুল কেটে সঞ্জুবাবার এখন নতুন লুক ৷

আর এবার মুক্তি পেল সঞ্জয় দত্তের নতুন ছবি ‘তোরবাজ’-এর ট্রেলার ৷ ট্রেলারেই সঞ্জয় বুঝিয়ে দিলেন, তিনি এখনও বলিউডের সেই সঞ্জুবাবা ৷ যার দমে বক্স অফিস চলে দুরন্ত গতিতে৷ তবে সঞ্জয়ের এই ছবি সিনেমা হলে নয়, বরং মুক্তি পাবে ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে ৷ ছবির পরিচালক গিরিশ মালিক৷

Published by:Akash Misra
First published:

Tags: Sanjay Dutt