#কলকাতা: সন্দীপ্তা সেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে নিজের দক্ষ অভিনয়ের পরিচয় তিনি রেখেছেন। টেলিভিশনে সুদীপ্তা থাকা মানেই সে সিরিয়াল সুপারহিট। এখনও সন্দীপ্তা অভিনীত দুর্গা চররিত্রটি মানুষের মনে দাগ কেটে রেখেছে। তবে সন্দীপ্তা একজন ভালো অভিনেত্রীই নন, খুব ভালো নৃত্য শিল্পীও। কয়েকদিন আগেই সন্দীপ্তার একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাহাড়ের কোলে চুটিয়ে নাচ করছেন অভিনেত্রী । এই ভিডিও দেখা মাত্রই প্রশংসায় ভরাতে শুরু করেন ভক্তরা।
View this post on Instagram
সন্দীপ্তা সোলো ট্যুর করতেও ভালোবাসেন। একা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সন্দীপ্তা। মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা মজার ভিডিও থেকে মডেলিংয়ের ছবি পোস্ট করেন। অভিনয়ের পাশাপাশি পড়াশুনোতেও বেশ ভালো তিনি। তবে দেশে লকডাউন থাকায় অনেকদিন বাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। করোনা সামান্য হালকা হতেই ঘুরতে চলে গিয়েছেন তিনি। পাহাড়ের কোলে চুটিয়ে উপভোগ করছেন ছুটি।
আর এবার ফের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। হোটেলের রুমেই ভিডিওটি বানিয়েছেন তিনি। খোলা চুলে আয়নার সামনে বসে আছেন তিনি। গায়ে ব্ল্যাক হুডি। তিনি নাচছেন 'সোনা মেরে সোনা সোনা' গানে। বসে বসেই নাচের ভঙ্গিমায় ধরা দিলেন তিনি। এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়। তবে ভিডিওতে অনেকেই লিখেছেন আপনার নতুন কাজ কবে দেখবো? তাঁর কোনও জবাব তিনি দেননি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Sandipta sen, Tollywood