হোম /খবর /বিনোদন /
'সোনা মেরে সোনা', গানে হোটেলের ঘরেই তুমুল নাচ সন্দীপ্তার!ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

'সোনা মেরে সোনা', গানে হোটেলের ঘরেই তুমুল নাচ সন্দীপ্তার ! ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল !

photo source Instagram

photo source Instagram

সন্দীপ্তা সোলো ট্যুর করতেও ভালোবাসেন। একা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সন্দীপ্তা সেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে নিজের দক্ষ অভিনয়ের পরিচয় তিনি রেখেছেন। টেলিভিশনে সুদীপ্তা থাকা মানেই সে সিরিয়াল সুপারহিট। এখনও সন্দীপ্তা অভিনীত দুর্গা চররিত্রটি মানুষের মনে দাগ কেটে রেখেছে। তবে সন্দীপ্তা একজন ভালো অভিনেত্রীই নন, খুব ভালো নৃত্য শিল্পীও। কয়েকদিন আগেই সন্দীপ্তার একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাহাড়ের কোলে চুটিয়ে নাচ করছেন অভিনেত্রী । এই ভিডিও দেখা মাত্রই প্রশংসায় ভরাতে শুরু করেন ভক্তরা।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

সন্দীপ্তা সিরিয়াল যখন করেন তখন সেটা তো হিট হয়ই। তবে কিছু না করলেও এই অভিনেত্রীকে নিয়ে মানুষের সবসময় আগ্রহ রয়েছে। সুদীপ্তাকে শুধু সিরিয়াল নয়, ওয়েবসিরিজ থেকে শুরু করে মহালয়াতে দেবী দুর্গার ভূমিকায় নৃত্যাভিনয় করতেও দেখা গিয়েছে। তবে এই নায়িকার অভিনেতা রাহুলের সঙ্গে এক সময় নাম জড়িয়েছিল। টলি পাড়ায় গুঞ্জন ছিল তাঁরা প্রেম করছেন। আর সেই জন্যই নাকি রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্স হচ্ছে। কিন্তু এটা একেবারেই গুজব। ছোট পর্দায় রাহুল-সন্দীপ্তা এক সঙ্গে অভিনয় করেছেন। পর পর দুটি ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বাস্তব জীবনে তাঁরা শুধু মাত্র ভালো বন্ধু। কোনও প্রেম নেই। প্রেম থেকে শতহস্ত দূরে সন্দীপ্তা।

সন্দীপ্তা সোলো ট্যুর করতেও ভালোবাসেন। একা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সন্দীপ্তা। মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা মজার ভিডিও থেকে মডেলিংয়ের ছবি পোস্ট করেন। অভিনয়ের পাশাপাশি পড়াশুনোতেও বেশ ভালো তিনি। তবে দেশে লকডাউন থাকায় অনেকদিন বাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। করোনা সামান্য হালকা হতেই ঘুরতে চলে গিয়েছেন তিনি। পাহাড়ের কোলে চুটিয়ে উপভোগ করছেন ছুটি।

আর এবার ফের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। হোটেলের রুমেই ভিডিওটি বানিয়েছেন তিনি। খোলা চুলে আয়নার সামনে বসে আছেন তিনি। গায়ে ব্ল্যাক হুডি। তিনি নাচছেন 'সোনা মেরে সোনা সোনা' গানে। বসে বসেই নাচের ভঙ্গিমায় ধরা দিলেন তিনি। এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়। তবে ভিডিওতে অনেকেই লিখেছেন আপনার নতুন কাজ কবে দেখবো? তাঁর কোনও জবাব তিনি দেননি।

Published by:Piya Banerjee
First published:

Tags: Dance, Sandipta sen, Tollywood