• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মায়ের অনুষ্ঠানে পারফর্ম করলেন সপ্তদশী সানা গঙ্গোপাধ্যায়, দেখুন ভিডিও

মায়ের অনুষ্ঠানে পারফর্ম করলেন সপ্তদশী সানা গঙ্গোপাধ্যায়, দেখুন ভিডিও

পারফর্ম করছেন সানা গঙ্গোপাধ্যায় ৷ ছবি: নিউজ এইটিন ৷

পারফর্ম করছেন সানা গঙ্গোপাধ্যায় ৷ ছবি: নিউজ এইটিন ৷

 • Share this:

  #কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানা ৷ দেখতে দেখতে সানা এখন সপ্তদশী ৷ খেলার দুনিয়ার নক্ষত্র টিভির পর্দায় আবির্ভাব ঘটাচ্ছেন নিজের ছেলে বা মেয়ের সঙ্গে? শুধু ভারত কেন, গোটা বিশ্বেই এই দৃশ্য খুব বিরল। ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকে একবার দেখা গিয়েছিল অভিনেত্রী কন্যা দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি বিজ্ঞাপনে। সেই দলে নাম লিছিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কন্যা সানা’র সঙ্গে একটি অলঙ্কার বিপণীর বিজ্ঞাপনে হাজির হয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

  সানা তখন ছোট ৷ সানা তাঁর মা ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচকে সঙ্গী করবে নাকি বাবার মতো খেলার দুনিয়াকে বেছে নেবে ৷ এ নিয়ে জল্পনা কম ছিল না ৷ তবে, ধীরে ধীরে ডোনা ওড়িশি ডান্সকেই আপন করে নিয়েছে ৷ মায়ের দলের হয়েই পারফর্ম করেন সানা ৷

  আরও পড়ুন:রাধা সেজে পারফর্ম করলেন ডোনা গঙ্গোপাধ্যায়, দেখুন ভিডিও

  আজ শনিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে ছিল ডোনা গঙ্গোপাধ্যায় এবং দীক্ষা মঞ্জরীর পরিচালনায় বসন্তোৎসব ৷ আর সেখানেই পারফর্ম করলেন সানা ৷ রঙে রঙিন হলেন সৌরভ-কন্যা ৷

  আরও পড়ুন

  বসন্তোৎসবে পারফর্ম করলেন সৌরভ-কন্যা সানা, দেখুন ভিডিও
  First published: