• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সামান্থা-চৈতন্য’র বিয়ের এই মুহূর্তগুলো আপনার অদেখা, দেখুন ভিডিও

সামান্থা-চৈতন্য’র বিয়ের এই মুহূর্তগুলো আপনার অদেখা, দেখুন ভিডিও

বিয়ের দিন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য ৷ ছবি: সামান্থা রুথ প্রভু’র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

বিয়ের দিন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য ৷ ছবি: সামান্থা রুথ প্রভু’র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: গত বছরের অক্টোবরে স্বপ্নের মতো অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ গোয়ায় ঘটা করে হওয়া সেই বিয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ ৷ গোয়ার এক বিলাসবহুল হোটেলে হিন্দু মতে তাঁদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে ফের ক্রিশ্চিয়ান মনে গোয়ার এক চার্চে ফের বিয়ে করেন স্যাম ও চৈ।সেই সময় তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল ৷

  সম্প্রতি নাগা ও সামান্থার বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ের পিছনের গল্পগুলো উঠে এসেছে সেই ভিডিওতে ৷ যেখানে দেখা গিয়েছে বিয়ের আগে কিছু ছোট খাটো ভুল-ভ্রান্তির টুকরো মুহূর্ত ৷

  আর পাঁচটা পাত্রের মতো নাগা চৈতন্য’র টাই খুঁজে না পাওয়ার কাণ্ডটা বেশ মজার ৷ অন্যদিকে, বিয়ের আগে ব্রাইডসমেটের খোঁজ পাচ্ছিলেন না সামান্থা ৷ সব মিলিয়ে একটা বিয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটা মিষ্টি ভিডিও নিজের ট্যুইটার অ্যাকউন্টে পোস্ট করেছেন সামান্থা ৷

  First published: