মুম্বই: তিন মিনিট কয়েক সেকেন্ডের একটি গান। 'পুষ্পা'-তে ঠিক ওইটুকু সময়ই বরাদ্দ ছিল তাঁর জন্য। আর তাতেই ঝড় তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। বছর ঘুরলেও চর্চা থামেনি তাঁকে নিয়ে। দক্ষিণী অভিনেত্রীর লাস্যে এখনও বুঁদ তাঁর অনুরাগীরা।
শোনা গিয়েছিল, ছবিটির দ্বিতীয় কিস্তিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন সামান্থা। কিন্তু সেই প্রস্তান নাকি অচিরেই ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সত্যিই কি অল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী? অবশেষে সত্যিটা প্রকাশ্যে আনল সামান্থার টিম। তারা জানায়, আদৌ এমন কিছুই ঘটেনি। সবটাই 'নিছক গুজব'।
গুঞ্জন, 'উ আন্তাভা'র মতোই আরও একটি গানে সামান্থা এবং অল্লু অর্জুনের যুগলবন্দি চেয়েছিলেন পরিচালক বি সুকুমার। কিন্তু সামান্থা নাকি সেই প্রস্তাবে রাজি ছিলেন না। অবশ্য এ বিষয়ে অভিনেত্রী কখনওই কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: নিওন বিকিনিতে নাভিতে বালি মেখে পোজ সারার, ছবি নিমেষে ভাইরাল
আরও পড়ুন: বডিকন মিনি ড্রেসে উপচে পড়ছে যৌবন, দিশাকে দেখে কুপোকাত অনুরাগীরা
'ফ্যামিলি ম্যান'-এর পর ওটিটি-তে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন সামান্থা। রাজ এবং ডিকে পরিচালিত 'সিটাডেল'-এ দেখা যাবে তাঁকে। সামান্থার সঙ্গে দেখা যাবে বরুণ ধওয়নকে।
" width="300" height="150">
অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী। ফের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Allu Arjun, Samantha ruth prabhu