#মুম্বই: লোকে বলছে, গাড়ি চালিয়ে চালিয়ে নাকি বোরড হয়ে গিয়েছেন সলমন ৷ তাই নাকি খোঁজ করছেন ঘোড়ার ৷ এমনকী, ঘোড়া কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করতেও প্রস্তুত সলমন খান !
গপ্পোটা হল, সুরাটে রয়েছে সাকিব নামের এক ঘোড়া ৷ যার জনপ্রিয়তা প্রচুর ৷ বিশ্বের নানা বিত্তশালী মানুষ সাকিবকে নিজের করে নিতে অতি সহজেই কোটি টাকার অফার দিচ্ছেন ৷ কিন্তু সাকিবের মালিক একেবারেই নারাজ ৷ সাকিবের মালিকের একই কথা, এত সহজে মিলবে না সাকিবারের মালিকানা ৷
একথা কানে যায় বলিউডের ভাইজান সলমন খানের কানে ৷ অনেক দিন থেকেই নাকি সলমনের ইচ্ছে, তাঁর ফার্ম হাউজে আসুক জবরদস্ত একটা ঘোড়া ৷ আর সেই জবরদস্ত ঘোড়াই যে হায়দরাবাদের সাকিব, তা ভালোই বুঝতে পেরেছিলেন সলমন৷ তাই তো সাকিবের মালিককে অফার করে বসলেন ২ কোটি টাকা ! কিন্তু সলমনের এই অফার হেলায় ফিরিয়ে দিলেন সাকিবের মালিক ! সলমনকে স্পষ্টই জানালেন, এত সহজ নয় এই ঘোড়ার লাগাম নিজের হাতে নেওয়া !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Salman Khan