• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা, সাহায্যে এগিয়ে এলেন সলমন খান

হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা, সাহায্যে এগিয়ে এলেন সলমন খান

 • Share this:

  #মুম্বই: সলমন খানকে বলিউডের দিলদার নায়ক, তা কিন্তু গোটা বলিউড জানে ৷ যে কোনও বিপদে কিন্তু প্রথম এগিয়ে আসেন সলমন খানই ৷ সেই প্রমাণই আবার দিলেন বলিউডের এই দাবাং খান ৷

  জানা গিয়েছে, সলমনের সহ-অভিনেতা দধি পাণ্ডে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে ৷ এ খবর সলমনের কানে পৌঁছতেই সলমন দিল্লিতে লোক পাঠালেন ৷ খবর নিলেন অসুস্থ অভিনেতার ৷ শুধু তাই নয়, অভিনেতার চিকিৎসার সমস্ত খরচও বহন করেন তিনি ৷

  অভিনেতা দধি পাণ্ডে ‘দাবাং’ ছবিতে অভিনয় করেছিলেন সলমনের সঙ্গে ৷

  First published: