Home /News /entertainment /
আমি একজন প্রেমিক, যে বিয়ে করতে ভয় পায় : সলমন খান

আমি একজন প্রেমিক, যে বিয়ে করতে ভয় পায় : সলমন খান

পাকিস্তানি অভিনেতাদের সমর্থন করে আজকাল মোটামুটি বিতর্কের কেন্দ্রে রয়েছেন সলমন খান ৷ মহারাষ্ট্র নব নির্মান সেনার

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: পাকিস্তানি অভিনেতাদের সমর্থন করে আজকাল মোটামুটি বিতর্কের কেন্দ্রে রয়েছেন সলমন খান ৷ মহারাষ্ট্র নব নির্মান সেনার ‘পাকিস্তানি অভিনেতা ভারত ছাড়ো’ মন্তব্যের কড়া সমালোচনা করেন ,সলমন খান ৷ তবে আপাতত, সেই বিতর্কে তো চলছেই ৷ তা বাইরেও, সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সলমন মন্তব্য করলেন নিজের লাভ লাইফ নিয়ে ৷

  মুম্বইয়ে বিয়িং হিউম্যানের জুয়েলারির লঞ্চ অনুষ্ঠানে এসে একেবারে অন্যরকম রূপে বলা ভালো বিন্দাস রূপে দেখা গেল সলমন খানকে ৷ আর তাই হয়তো নিজের লাভ লাইফ নিয়ে বলতেও আপত্তি করলেন না সলমন ৷

  সংবাদ মাধ্যমকে সলমন স্পষ্টই জানালেন, ‘আমার প্রেম, বিয়ে নিয়ে সবার প্রচুর কৌতুহল ৷ আমি সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই ৷ আমি প্রেমিক ৷ আমার মনে প্রচুর প্রেম ৷ আমি আদতে একজন রোমান্টিক মানুষ ৷ কিন্তু বিয়ে করতে আমি ভয় পাই ৷ আঙুলে বিয়ের আংটি পরতে ভয় পাই !’

  তবে এরকম কথা প্রথম নয় ৷ এর আগে ফ্রিকি আলি-র ট্রেলার লঞ্চে এসেও নিজের লাভ লাইফ নিয়ে সোজাসুজি বক্তব্য রেখেছিলেন সলমন খান ৷

  ‘ফ্রেকি আলি’র ট্রেলার লঞ্চ আর সেই ট্রেলার অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্নে এক জবরদস্ত উত্তর দিলেন সলমন ৷ সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, সলমন আপনার বিয়ে কবে ? একটুও সময় না নিয়ে, স্পষ্টই সলমন জানিয়ে দিলেন ‘সেক্স ও বিয়ে এখনও করে হল না ! যেদিন করব, আপনাদের নিশ্চয়ই জানাব!’

  First published:

  Tags: Bollywood, Love Life, Salman Khan

  পরবর্তী খবর