মুম্বই: আদৌ কি বক্সঅফিসে রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছে। ছবির শুরুটা খুব ভাল না হয়ে ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছে৷ তারপর আবার শনি ও রবিবার ছবির আয় যে বাড়বে তা একপ্রকার নিশ্চিত ধরে নিয়েছিলেন৷ সলমন ম্যাজিক কি বক্স অফিসে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ছবির চতুর্থ দিনেও ১০.৫ কোটি আয় করেছে সলমনের ছবি৷
চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছে সলমন খানের৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ এবং চতুর্থ দিনেও ১০.৫ কোটি আয় করেছে৷ খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের এই ছবি৷
আরও পড়ুন-বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মডেল হলেন শাহরুখ,মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের
আরও পড়ুন-কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন
দেশের মধ্যে সলমনের ছবি সব মিলিয়ে ৭৪ কোটি টাকার ব্যবসা করেছে৷ তবে মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,এবার ধীরে ধীরে তা প্রমাণ করছেন সলমন খান৷ সম্প্রতি টুইটারে সকল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সলমন খান৷
Thank u for all your love n support . Thank u , really appreciate it#KBKJ pic.twitter.com/08tOpfDaiW
— Salman Khan (@BeingSalmanKhan) April 23, 2023
তিনি টুইটে লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য৷ আমার খুবই ভাল লাগছে৷ কালো শার্ট, মুখে হালকা হাসি রেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেতা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ বর্তমানে গোটা দেশ জুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি৷ বেশ কিছু শো হাউজফুলও হয়েছে৷ সলমনের ভক্তদের জন্যই বক্সঅফিসে লক্ষ্মীলাভ হয়েছে, তা ধরেই নিয়েছেন৷ ধীরে ধীরেই ছবির আয় বাড়বে বলে মনে করছেন সমালোচকরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salman Khan