হোম /খবর /বিনোদন /
বক্স অফিসে কি রেকর্ড গড়ল সলমন, চতুর্থ দিনে কত আয় হল ছবি থেকে

Kisi Ka Bhai Kisi Ki Jaan: বক্স অফিসে কি রেকর্ড গড়ল সলমন,চতুর্থ দিনে কত আয় হল ছবি থেকে

বক্স অফিসে কি রেকর্ড গড়ল সলমন,চতুর্থ দিনে কত কোটি টাকা আয় হল ছবি থেকে

বক্স অফিসে কি রেকর্ড গড়ল সলমন,চতুর্থ দিনে কত কোটি টাকা আয় হল ছবি থেকে

Kisi Ka Bhai Kisi Ki Jaan: সলমন ম্যাজিক কি বক্স অফিসে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ছবির চতুর্থ দিনেও ১০.৫ কোটি আয় করেছে সলমনের ছবি

  • Share this:

মুম্বই: আদৌ কি বক্সঅফিসে রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছে। ছবির শুরুটা খুব ভাল না হয়ে ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছে৷ তারপর আবার শনি ও রবিবার ছবির আয় যে বাড়বে তা একপ্রকার নিশ্চিত ধরে নিয়েছিলেন৷ সলমন ম্যাজিক কি বক্স অফিসে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ছবির চতুর্থ দিনেও ১০.৫ কোটি আয় করেছে সলমনের ছবি৷

চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছে সলমন খানের৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ এবং চতুর্থ দিনেও ১০.৫ কোটি আয় করেছে৷ খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের এই ছবি৷

আরও পড়ুন-বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মডেল হলেন শাহরুখ,মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের

আরও পড়ুন-কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন

দেশের মধ্যে সলমনের ছবি সব মিলিয়ে ৭৪ কোটি টাকার ব্যবসা করেছে৷ তবে মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,এবার ধীরে ধীরে তা প্রমাণ করছেন সলমন খান৷ সম্প্রতি টুইটারে সকল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সলমন খান৷

তিনি টুইটে লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য৷ আমার খুবই ভাল লাগছে৷ কালো শার্ট, মুখে হালকা হাসি রেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেতা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ বর্তমানে গোটা দেশ জুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি৷ বেশ কিছু শো হাউজফুলও হয়েছে৷ সলমনের ভক্তদের জন্যই বক্সঅফিসে লক্ষ্মীলাভ হয়েছে, তা ধরেই নিয়েছেন৷ ধীরে ধীরেই ছবির আয় বাড়বে বলে মনে করছেন সমালোচকরা৷

Published by:Riya Das
First published:

Tags: Salman Khan