#মুম্বই: এবার ইদে তাঁর বক্স অফিস রেকর্ড একেবারে শূন্য ৷ করোনার প্রকোপ, লকডাউনের কারণে সলমনের কোনও সিনেমা এবার মুক্তির আলো দেখল না ৷ যে ইদ-ই একের পর এক বাম্পার হিট দিয়েছিল বলিউডের ভাইজানকে ৷ সেই ইদেই সলমন এবার ইউটিউবে ‘সিঙ্গল’ প্রকাশ্যে এনেই ফ্যানদের তুষ্ট করলেন !
এবার ইদে নিজের ইউটিউব চ্যানেলে সলমন প্রকাশ্যে এনেছেন সম্প্রীতির গান ভাই ভাই ৷ পানভেলে নিজের ফার্ম হাউজে ভাই ভাই গানের শ্যুটিং করে নজর কেড়েছেন সলমন ৷ ইতিমধ্যেই সলমনের এই গান লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে ৷ তবে সলমনের ইদ উদযাপন এখানেই আটকে ছিল না ৷ বরং বলিউডের এই দিলদার দাবাং খান, ইদের দিনে প্রায় ৫ হাজার গরিব পরিবারকে খাবার বিতরণ করে বাস্তবের হিরো হয়ে উঠলেন ৷ একদিকে যেমন সোনু সুদ পাশে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিকদের তেমনি সলমন পাশে দাঁড়িয়েছেন গরিব মানুষদের৷ তবে এই প্রথম নয়, এর আগে লকডাউনের সময় নিজের ফার্ম হাউজের জমিতে ফলন হওয়া সবজি, ফলমূল বিতরণ করেছিলেন গ্রামের মানুষদের ৷Thank you @BeingSalmanKhan bhai for reaching out to 5000 families in your own special way on the occasion of Eid and spreading happiness...Humans like you balance the society,Thank you for the Eid kits distributed to one and all...special way of bhai wishing Eid !!! pic.twitter.com/7oTPPeXZMv
— Rahul.N.Kanal (@Iamrahulkanal) May 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Salman Khan