Home /News /entertainment /
সলমনের ইদ, ৫ হাজার পরিবারকে খাবার বিতরণ ভাইজানের

সলমনের ইদ, ৫ হাজার পরিবারকে খাবার বিতরণ ভাইজানের

নিজের ফার্ম হাউজে ভাই ভাই গানের শ্যুটিং করে নজর কেড়েছেন সলমন ৷ ইতিমধ্যেই সলমনের এই গান লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে ৷

 • Share this:

  #মুম্বই: এবার ইদে তাঁর বক্স অফিস রেকর্ড একেবারে শূন্য ৷ করোনার প্রকোপ, লকডাউনের কারণে সলমনের কোনও সিনেমা এবার মুক্তির আলো দেখল না ৷ যে ইদ-ই একের পর এক বাম্পার হিট দিয়েছিল বলিউডের ভাইজানকে ৷ সেই ইদেই সলমন এবার ইউটিউবে ‘সিঙ্গল’ প্রকাশ্যে এনেই ফ্যানদের তুষ্ট করলেন !

  এবার ইদে নিজের ইউটিউব চ্যানেলে সলমন প্রকাশ্যে এনেছেন সম্প্রীতির গান ভাই ভাই ৷ পানভেলে নিজের ফার্ম হাউজে ভাই ভাই গানের শ্যুটিং করে নজর কেড়েছেন সলমন ৷ ইতিমধ্যেই সলমনের এই গান লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে ৷ তবে সলমনের ইদ উদযাপন এখানেই আটকে ছিল না ৷ বরং বলিউডের এই দিলদার দাবাং খান, ইদের দিনে প্রায় ৫ হাজার গরিব পরিবারকে খাবার বিতরণ করে বাস্তবের হিরো হয়ে উঠলেন ৷ একদিকে যেমন সোনু সুদ পাশে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিকদের তেমনি সলমন পাশে দাঁড়িয়েছেন গরিব মানুষদের৷ তবে এই প্রথম নয়, এর আগে লকডাউনের সময় নিজের ফার্ম হাউজের জমিতে ফলন হওয়া সবজি, ফলমূল বিতরণ করেছিলেন গ্রামের মানুষদের ৷
  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood, Salman Khan

  পরবর্তী খবর