#মুম্বই: না কোনও সিনেমার জন্য নয় ৷ বরং বলিউডের ভাইজান এখন দিন-রাত চাষবাস নিয়েই আছেন ! আর জীবনকে নতুনভাবে উপলদ্ধি করেই চলেছেন ৷
গপ্পোটা হল, সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হল, সলমনের এক ভিডিও৷ যেখানে দেখা গেল সলমন খান তাঁর বান্ধবী লুলিয়া ভান্তুরকে নিয়ে জমিতে ধান রোপনে ব্যস্ত ৷ গোটা জমিতে কাদা মাখা জলে নেমে, হাঁটু ডুবিয়ে ধানের চারা রোপন করে চলেছেন সলমন ৷ রোপন শেষে, কলের জলে হাত পা ধুয়েও নিচ্ছেন তিনি ৷ বিশ্রাম করছেন জমির এক পাশেই ৷ সলমনের এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হতেই তুমুল ভাইরাল !View this post on Instagram
View this post on Instagram
তবে সে সব কথা পুরনো ৷ সলমনের এখন পুরো মনটাই রয়েছে চাষবাসের কাজে ৷ আর তাই তো নিজের হাতেই সলমন এখন খেতে চাষবাস করেই চলেছেন ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমনের কাদা-মাটি মাখা এক ছবি ভাইরালও হয়েছিল ৷ যেখানে কৃষকদের প্রতি সম্মান প্রর্দশন করার কথা বলেছিলেন সলমন ৷ সেই ট্রেন্ডকে বজায় রেখেই এবার সলমন তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ট্রাক্টর চালানোর ভিডিও ৷ যেখানে দেখা গেল চাষের জমির ওপর ট্রাক্টর চালাচ্ছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salman Khan