#মুম্বই: সলমন খান। বলিউডের ভাইজান তিনি। শুধু ভালো অভিনয় নয় নিজের এক অনন্য স্টাইলে সকলের মনে জায়গা করেছেন তিনি। কয়েক দিন আগেই ছিল সল্লুর ৫৫ বছরের জন্মদিন। ছোট করে সেলিব্রেট করতেও দেখা যায় তাঁকে। গোটা লকডাউনে বাড়িতেই কাটিয়েছেন তিনি। বেশ কয়েক দিন তিনি আটকে ছিলেন তাঁর ফার্ম হাউসে। সে সময় সেখানে জ্যাকলিনকেও দেখা গিয়েছে। ঘোড়াকে খাওয়ানো থেকে শুরু করে মাটি কাটতেও দেখা যায় সল্লুকে। এমনকি নিজে ঝাঁটা হাতে নিয়ে গোটা এলাকা পরিস্কারও করেছেন। নানা রকম কাজ করতে তাঁকে দেখা গিয়েছে। এবার তাঁকে দেখা গেল রান্না করতে।
কাঠের উনোনে আগুন জ্বালিয়ে রান্না করছেন তিনি। সলমন পরে আছেন একটি হালকা অরেঞ্জ ট্র্যাক প্যান্ট ও ব্ল্যাক টিশার্ট। উনোনে চাপানো হাড়ি। রান্না করছেন সলমন। তাঁকে সাহায্য করছেন অভিনেত্রী বিনা কাক। বিনা সলমনের পাতানো দিদি। তিনি নানা রকম মশলা এগিয়ে দিচ্ছেন সল্লুকে। জিরের গুড়ো দেখে সলমন বলছেন এটা ভুসি। এই ভিডিওটি বিনা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। বহু মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
এই ভিডিওটি শেয়ার করে বিনা লিখেছেন, ফের একবার ভাইজানের হাতের রান্না খেতে ইচ্ছে করছে। নিজের ফার্ম হাউসেই রয়েছেন সল্লু। সেখানেই এসব করছেন তিনি। প্রসঙ্গত, ঐশ্বর্য ও ক্যাটরিনার পর আর কোনও প্রেমের ফাঁদে পা দেননি সলমন। তবে সেসব নিয়ে কিছু ভাবনাও নেই তাঁর। আপাতত বিগ বস ১৪ নিয়ে ব্যস্ত তিনি। এবছর করোনার জন্য এই শো হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন সকলেই। সলমন প্রথমে শো হোস্ট করবেন না বলেই ঠিক করেছিলেন। সবটাই করোনার জন্য। তবে পরিস্থিতি সামান্য ঠিক হতেই রাজি হন তিনি। এখন বিগবস হাউসের নতুন আকর্ষণ রাখি সাওয়ান্ত। মোট কথা সল্লুর এই শো জমজমাট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Movie, Salman Khan