• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কখনও সাইকেল, কখনও অটো, সলমনের বিন্দাস স্টাইল!

কখনও সাইকেল, কখনও অটো, সলমনের বিন্দাস স্টাইল!

সামনেই মুক্তি সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর ৷ আর আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত সলমন খান৷ কখনও রিয়্যালিটি শোতে ৷

সামনেই মুক্তি সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর ৷ আর আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত সলমন খান৷ কখনও রিয়্যালিটি শোতে ৷

সামনেই মুক্তি সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর ৷ আর আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত সলমন খান৷ কখনও রিয়্যালিটি শোতে ৷

 • Share this:

  #মুম্বই: সামনেই মুক্তি সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর ৷ আর আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত সলমন খান৷ কখনও রিয়্যালিটি শোতে ৷ তো কখনও নিজেই মাঠে নেমে পড়ছেন ছবির প্রচারে ৷ এই যেমন সম্প্রতি, মুম্বইয়ের রাজপথে সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন সলমন খান ৷ জনবহুল রাস্তা দিয়ে সাইকেল চালিয়েই শুরু করলেন সকাল ৷ রাস্তায় সাইকেলে সলমন খানকে দেখে তো হতবাক সব্বাই ৷ কেউ কেউ গাড়ি থামিয়ে দিলেন, তো কেউ আবার গাড়ি থেকেই হাত নাড়ালেন সলমনের দিকে ৷ সলমনও হাত নাড়ালেন সবাইকে দেখে ৷

  তবে এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে এক ফিল্মি পার্টিতে পৌঁছেছিলেন সলমন খান৷ আর সেখান থেকে বেরিয়ে সলমন হঠাৎ গাড়িতে না উঠে সোজা উঠে গেলেন অটোটে ৷ গোটা কাণ্ডটা ক্যাটরিনা তো অবাক ৷

  s4-1497418659

  এই ছবি যে সলমনের অন্যান্য ছবি থেকে এক্কেবারে আলাদা, তারই আভাস মিলল প্রথম টিজারে ৷ ছবিটি পরিচালনা করেছেন কবীর খান৷ মুক্তি পাবে চলতি বছরের ইদে !

  ‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷

  কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’

  First published: