#মুম্বই: ওটিটি-তে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাক ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’৷ সলমন খানের কাছে এই অনুরোধ করেই চিঠি লিখেছিলেন দেশ ব্যাপী ছবি প্রদর্শকেরা৷
তাঁদের দাবি ছিল, করোনা মহামারিতে সিনেমা হলগুলি বন্ধ থাকায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রদর্শক ও হল মালিকদের৷ এমনকী সিনে ব্যবসাও বিরাট মার খেয়েছে৷
এই পরিস্থতিতে একমাত্র সলমনই পারেন প্রেক্ষাগৃহে 'রাধে'কে এনে তাঁদের বাঁচাতে৷ ইন্ডাস্ট্রির 'ভাইজান' ফের একবার ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হলেন৷
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন যে, পূর্ব নির্ধারিত সময় মতো আসন্ন ইদের দিনেই মুক্তি পাবে 'রাধে' তবে ওটিটি-তে নয়, সকলের অনুরোধে প্রেক্ষাগৃহেই৷
#Radhe pic.twitter.com/0VMAbeqGyV
— Salman Khan (@BeingSalmanKhan) January 19, 2021
সলমন এদিনে লিখলেন, "প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সকল থিয়েটার মালিকদের উত্তর দিতে অনেকটা সময় নিয়ে ফেললাম৷ এরকম একটা সময় এটা অনেক বড় সিদ্ধান্ত আমার কাছে৷ আমি থিয়েটার মালিক/প্রদর্শকদের অবস্থাটা বুঝতে পারছি৷ তাঁরা ঠিক কী অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন৷ আমি রাধের মুক্তি থিয়েটারে করিয়ে তাঁদের সাহায্য করতে চাই৷"
সলমন সাহায্যের বদলে নিজেও একটা সাহায্য চেয়েছেন৷ যা শুনলে সলমনের প্রতি শ্রদ্ধা তাঁর ফ্যানেদের আরও বেড়়ে যাবে৷ করোনার কথা মাথায় রেখে সলমন বলছেন, " আমি চাইব রাধে দেখতে হলে আসা, প্রতিটি দর্শকদের যেন যথেষ্ট খেয়াল রাখা হয়, দেখবেন যথাযথ সতর্কতা মানা হচ্ছে কি না! প্রতিশ্রুতি মতোই ২০২১-এর ইদেই মুক্তি পাবে রাধে৷ ইনশাল্লাহ, সব ভগবানের ইচ্ছা৷"
সূত্রের খবর ছিল যে, সলমন তাঁর ছবির যাবতীয় স্বত্ব রেকর্ড ২৩০ কোটি টাকায় জি স্টুডিওকে বিক্রি করে দিয়েছিলেন৷ 'রাধে'-রপরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভু দেবা৷ প্রযোজনায় সলমন ছাড়া আছেন, তাঁর ভাই সোহেল খান ও অতুল অগ্নিহোত্রী৷ সলমন ছাড়াও ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ, জারিনা ওয়াহাব ও রণদীপ হুডা৷