corona virus btn
corona virus btn
Loading

ভাইজানের ৫২, এখনও ব্যাচেলার, এখনও পারফেক্ট ‘প্রেম

ভাইজানের ৫২, এখনও ব্যাচেলার, এখনও পারফেক্ট ‘প্রেম

এই ২৭ ডিসেম্বর বলিউডের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলার পূর্ণ করলেন ৫১ বছর ৷

  • Share this:

#মুম্বই: এই ২৭ ডিসেম্বর বলিউডের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলার পূর্ণ করলেন ৫২ বছর ৷ তাই অন্য বছরের থেকেও এই বছরটা চুলবুল পাণ্ডের জন্য একটু বেশিই স্পেশাল ৷ জন্মদিনের কেকে মোমবাতির সংখ্যা বেড়ে একান্নতে পৌঁছালেও সলমনের মন এখনও কুড়িতেই আটকে ৷ এই চার্মিং খানের রোম্যান্টিসিজমে আজও মুগ্ধ ৬ থেকে ৬০ –এর নারী পুরুষেরা ৷

বহু বিনিদ্র রাত, টেনশন, উদ্বিগ্নতার শেষে মুক্তি ৷ ২০০২ এর হিট অ্যান্ড রান কেসের রায় ঘোষণা হল এ বছরের ১০ ডিসেম্বর ৷ মহারাষ্ট্র হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পান সলমন ৷ এই ‘খান মুক্তি’-তে সলমনের পরিবার থেকে ভক্তদের মধ্যে শুরু হয় অকাল দিওয়ালি ৷ বলিউডের মাথা থেকে নামে বিশাল বড় দুশ্চিন্তার বোঝা ৷ উল্লেখ্য, ২০০ কোটি টাকারও বেশি এই তারকার উপর প্রতিবছর ইনভেস্ট করে শো-বিজ ৷

এই বছর সলমন খানের ঝুলিতে ছিল ‘টিউবলাইট’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ৷ দুটি ছবিই সলমনের বাকি ছবিগুলির মতো ব্লকব্লাষ্টার, সুপার-ডুপার হিট ৷

‘মেরে করণ-অর্জুন আয়েঙ্গে, জরুর আয়েঙ্গে’ ৷ রাখীর নয়, সমস্ত ভক্ত আর শুভানুধ্যায়ীদের আর্তি কাজে এল ৷ অবশেষে পুরানো মান-অভিমান ভুলে কাছে এলেন দুই অন্তরঙ্গ বন্ধু, কিং খান এবং সুলতান ৷ সলমনের বোন অর্পিতার বিয়েতে বলিউডের কানাঘুষোকে সত্যি করে কাছাকাছি আসেন সলমন-শাহরুখ ৷ তাদের ইয়ারিয়ার দ্বিতীয় ইনিংস একদম শোলে-র জয় বীরুর গল্প ৷

বলিউডে কান পাতলে এখনও শোনা যায়, সলমনের বিয়ের খবর ৷ অনুষ্কা-বিরাট বিয়ে করে ফেললেন, কিন্তু সল্লু ভাই এখনও ব্যাচেলার ৷ অন্যদিকে ফের ক্যাটরিনার সঙ্গে পুরনো রসায়ন জমে উঠেছে টাইগার জিন্দা হ্যায় ছবি থেকে ৷ আর অন্য দিকে বিদেশি বান্ধবী লুলিয়া ভান্তুর তো রয়েইছে ৷ বলিউডের দাবাং খানের জন্মদিনে নেটওয়ার্ক ১৮-এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা৷

First published: December 27, 2017, 3:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर